Uncategorized
বিয়ের আসরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্কুল খোলার আর্জি পাত্রের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিজে স্কুল শিক্ষক। তাই নিজের বিয়েতে স্কুল খোলার আর্জি জানিয়ে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিয়ের আসরে হাজির বর! আলিপুরদুয়ারের সাহেবপোতার অসীম দাস পেশায় মথুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কোভিডের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল।
বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে বহু দিন। এই স্কুল শিক্ষকের দাবি, স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা পড়াশোনার মুলস্রোত থেকে দূরে সরে যাচ্ছে। এই মুহূর্তে মেলা, ভোট, বিয়ের অনুষ্ঠান সব কিছুই হচ্ছে। কিন্তু স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা পড়াশোনা বিমুখ হয়ে পড়ছে। তাই স্কুল খোলার দাবি জানাতে নিজের বিয়ের আসরকেই বেছে নিয়েছেন অসীম দাস। তাঁর এই অভিনব উদ্যোগের প্রশংসা করছেন সকলেই। বিয়ের পিঁড়িতে বসে অসীম বাবু বলেছেন, ‘গত দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, পাঠশালা বন্ধ। আমরা শিক্ষকরা প্রতিমাসে মিড-ডে-মিল দিতে একবার করে স্কুলে যাই। সেখানেই অভিভাবকরা আমাদের কাছে নানান অভিযোগ করেন।
তারা বলেন স্কুল বন্ধ থাকায় তাঁদের ছেলে-মেয়েরা আর পড়তে বসতে চাইছে না। সব ভুলে যাচ্ছে। অথচ কোভিড বিধি মেনে রাজ্যে মেলা হচ্ছে, ভোট হচ্ছে, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কোভিড বিধি মেনে খুলে দেওয়া হয়েছে সেলুন, বিউটি পার্লার, জিম। আমিও বিয়ে করছি কোভিড বিধি মেনেই। তাই কোভিড বিধি মেনে আমি যখন বিয়ে করছি তখন সকলকে এই বার্তাটি দিতে চাই, বিধি মেনে এবার স্কুল খোলা হোক। না হলে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমার নিজের বিয়ের দিনে আমি সেই দাবি রেখেই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিয়ে করেছি।’ নববধূ মনিকা মজুমদারও তাঁর স্বামীর সঙ্গে একমত। তিনিও দাবি করেছেন, স্কুলগুলো খুলে যাক দ্রুত।