বিনোদন
হানিমুনে না গিয়েও নতুন সদস্য আসতে চলেছে সিড-কিয়ারার পরিবারে

বেঙ্গল এক্সপ্রেস: এই বছরের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে ধুমধাম করে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। বিয়ের পর কাজের জন্য তারা কোথাও হানিমুনে যেতে পারেননি। একের পর এক কাজ করেই চলেছেন দুই অভিনেতা ও অভিনেত্রী।
হালি-মে তাদেরকে জাপানে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও সেটা কাজের জন্যই। তবু ও কাজের মধ্যেই তাদের পরিবারে আসছে এক নতুন সদস্য।হানিমুনে না গেলেও বিয়ের পর একটি বিশাল ও বিলাসবহুল মার্সিডিস গাড়ি কিনেছেন অভিনেত্রী। আদৌ সেটি গাড়ি নিজে কিনেছেন নাকি তাকে তার বর অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা উপহার দিয়েছেন সেটি এখন অব্দি জানা যায়নি। তবে গাড়ির দাম জানা গিয়েছে। সে বিলাসবহুল মার্সিডি গাড়ির দাম 2.70 কোটি টাকা।
আরও পড়ুন- রিলেশন ভাঙতে চাইলে প্রেমিকাকে কুপিয়ে খুন করলেন প্রেমিক
করন জোহরের প্রযোজনায় শেরশা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। তাদের পারফর্মেন্স তো প্রত্যেক দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল কিয়ারা ও সিদ্ধান্তের প্রেম কাহিনী। তবে সে শুটিংয়ের প্রেম বাস্তবে পূর্ণতা দিয়েছেন তারা। অভিনেত্রী কিয়ারা আডবাণীর আপকামিং মুভি “সত্য প্রেম কি কথা”এর শুটিং সবেমাত্র শেষ হয়েছে। তবে তাদের খুব শীঘ্রই একই সাথে বড় পর্দায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে। বিয়ের পর তাদের প্রথম কাজ হবে একসাথে এটি।