নববর্ষের আগে পর্যটকদের জন্য সুখবর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার
Connect with us

বাংলার খবর

নববর্ষের আগে পর্যটকদের জন্য সুখবর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলা নববর্ষের আগে সাধারণ মানুষের জন্য পুনরায় সবুজের পথে হাতছানি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। নতুন একটি রুটের মাধ্যমে এই বাস পরিষেবা চালু করা হয়েছে।

এর আগে কোচবিহার থেকে বক্সীরহাট পর্যন্ত কোনও রকম বাস পরিষেবা ছিল না। সেই বাস পরিষেবা চালু করা হয় বুধবার থেকে। বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার ডিপোর সামনে থেকে এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: অনন্ত মহারাজকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, বাড়ছে দলবদলের জল্পনা

Advertisement

সবুজের পথে হাতছানির মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সাধারণ মানুষের ঘোরার জন্য বাস পরিষেবা চালু করেছিল। যা সাধারণ মানুষ মনোরম পরিবেশে থেকে আনন্দ নিতে পারেন। তবে করোনার কারণে মাঝে সেই পরিষেবাটি বন্ধ রেখেছিল সংস্থা। তবে এই পরিষেবায় অনেকটাই লাভ বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। তাই পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় সবুজের পথে হাতছানি চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। বুধবার থেকে নতুন আরেকটি রুটে লাভা পেডং লোলেগাঁও দু রাত তিন দিনের এই পরিষেবাটিও চালু করা হল। যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে অপহরণ করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ২০ বছরের কারাদণ্ড দিল আদালত

এছাড়াও কোচবিহার থেকে বক্সীরহাট পর্যন্ত কোনও রকম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ছিল না। দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর আগে এই রুটে বাস চলত। সাধারণ মানুষ ও যাত্রীদের কথা মাথায় রেখে এই গ্রুপ থেকে বাস চালু করা হল বৃহস্পতিবার থেকে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে হেরিটেজ রোড সেই হেরিটেজ রোডের মাধ্যমে কোচবিহার থেকে বারোবিসা বাস পরিষেবা গত ৩০ নভেম্বর চালু করেছিল পরিবহন সংস্থা। মাঝে একটি ব্রিজের কাজ অর্ধসমাপ্ত থাকায় বন্ধ করে দেওয়া হয়। তবে ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে, পুনরায় সেই পরিষেবাটি চালু করা হয়েছে বলে জানান চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। 

Advertisement