বাংলার খবর
দার্জিলিঙের খড়িবাড়ি থেকে সম্বর হরিণের শিং সহ গ্রেফতার এক ব্যক্তি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তরবঙ্গে বন্যপ্রাণ পাচার ক্রমশ বাড়ছে। গত শুক্রবার নেপালে পাচারের আগে ওদলাবাড়ি থেকে একটি গোল্ডেন তক্ষক সহ গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি। এবার নেপালে পাচারের আগে সম্বর প্রজাতির হরিণের শিং সহ গ্রেফতার অসমের এক পাচারকারী।
ধৃতের নাম রুবিন টুডু। ধৃত অসমের কোকরাঝাড়ের ভরতনগরের বাসিন্দা। শনিবার দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ির সিঙ্গিয়া জোত থেকে ধৃতকে আটক করে এসএসবি জওয়ানরা। পরে ধৃতকে নকশালবাড়ি টুকরিয়াঝাড় বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়।
ধৃত যুবকের কাছে থেকে ৫টি সম্বর প্রজাতির হরিণের শিং উদ্ধার করা হয়েছে। উদ্ধার সামগ্রীর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। ধৃতকে পরে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় বনবিভাগ। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। কোথা থেকে এই শিং এল, তার তদন্ত শুরু করেছে বনদফতর।