বাংলার খবর
ইসলামপুরে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ এক ব্যক্তি! মৃতের পরিবারের অভিযোগের তীর বিএসএফ-এর দিকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়ির সামনে থেকেই গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বেলচুড়ি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ মফিজ (৬০)। বাড়ি ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলচুড়ি এলাকায়।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কোনও এক কাজে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মহম্মদ মফিজ। তাঁর শ্বশুরবাড়ি ইসলামপুর থানার আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের পাটাগোড়া এলাকায়। শনিবার ভোরবেলায় তাঁর বাড়ির কাছে তাঁকে কেউ বা কারা ফেলে দিয়ে চলে যায়। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িতেই মফিজের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের দাবি।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিএসএফ-এর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে! এবং ওই ব্যক্তির গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে, এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার শচীন মক্করকে ফোন করা হলে তিনি জানিয়েছেন, ‘খবর পেয়েছি, একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিএসএফ ও পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে বিএসএফ গুলি চালিয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।’