বিদেশের খবর
নিজের মাথা ফুটো করা নাকি তার কাছে নেশা ট্রেপানেশনে ভুগছেন বৃটেনের এক ব্যক্তি

বেঙ্গল এক্সপ্রেস: নেশায় মানুষ কত কি না করে বসে। শুধু মদ্যপান করলে যে নেশা হয় তা কিন্তু না। নেশা করার বিভিন্ন রাস্তা রয়েছে। নেশা করার জন্য মানুষ এমন এমন রাস্তা বের করে নেন যা আপনি সুস্থ মস্তিষ্কে কখনো সেই সব জিনিস ভাবতেও পারবেন না। তবে যত বড়ই মাতাল হোক না কেন সেই সব মাতালকে ব্রিটেনের এক ব্যক্তির কীর্তিতে হারিয়ে দেবে। সেই ব্যক্তির নাম জো মেলান।
আরও পড়ুন- চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন সাউথ করিয়ার এক ব্যক্তি
জো মেলান কিন্তু যে সে ব্যক্তি না। ব্রিটেনের মাদক দুনিয়ায় বেশ নাম ডাক রয়েছে তার। তিনি বিভিন্ন ধরনের হ্যালিসিনেশন প্রক্রিয়ার জন্য সবার কাছে পরিচিত একজন মানুষ। আপনি শুনলে অবাক হবেন যে এই ব্যক্তির আবার এক জীবনীও রয়েছে। বিভিন্ন ধরনের এলএসডি নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন তিনি। জো মেলান নামক ওই ব্যক্তি নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে রাখতে নিজের মাথাতেই গর্ত করতেন।
১৯৬০ দশকে নেদারল্যান্ডের বার্ট হাগেসের থেকে মাথায় ফুটো করার এই প্রাচীন পদ্ধতি শিখেছিলেন। এই পদ্ধতিকে বলা হয় ট্রেপানেশন। ট্রেপানেশন এর কয়েকটা বিষয় শিখেন নিজের উপর তা পরীক্ষা করেছিলেন মেলান। তবে প্রথম পরীক্ষায় তিনি সাফল্য লাভ করেন নি। তিনবারের মতো নিজের মাথায় গর্ত করে করতে করতে হয়েছিল তাকে নিজের পছন্দের কাঙ্খিত রূপ দিতে। আর এটি সম্পূর্ণ ড্রিল মেশিন দিয়ে করেছিলেন। প্রথমবার সাফল্য না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এক সংবাদ মাধ্যমে তিনি জানান তার কাছে ইলেকট্রিক ড্রিল না থাকার কারণে তিনি সফল হতে পারেন নি তাছাড়াও সেই সময় তার কাছে এত সামর্থ্য ছিল না। পরবর্তীতে তিনি সার্জিক্যাল সামগ্রীর দোকান থেকে হাত দিয়ে ব্যবহার করার মত একটি ড্রিল মেশিন কিনেছিলেন।