ভাইরাল খবর
বিশ্বের বিচিত্র কয়েকটি সড়ক !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :মানুষের কাছে সবচেয়ে প্রাচীন, সহজ এবং বহুল ব্যবহৃত যোগাযোগ মাধ্যম হচ্ছে সড়কপথ। এই সড়কপথেরও আবার রকমফের আছে ,যেমন- রাজপথ, ফুটপাথ, গলিপথ। পৃথিবীর যে উন্নত ও বড় শহরগুলি আছে,সেই সকল শহরের পথগুলো ভীষণ পরিকল্পিত। এই বড় বড় শহরের পথগুলি পরিকল্পিত হলেও এদের মধ্যে আছে অনেক বৈচিত্র্য ও পার্থক্য যা দেখলে সত্যি হতে হয় অবাক। আজ পরিচিত হবো এমনই কিছু বিশ্বের অদ্ভূত রাস্তাঘাটের সঙ্গে।
আমব্রেলা স্ট্রীট (এগুইডা, পর্তুগাল)
পর্তুগালের এগুইডা শহরের একটি সরু গলি আছে যেখানে বছরের একটি বিশেষ সময়ে গলির উপরাংশে রঙ-বেরঙের ছাতার প্রদর্শনী লক্ষ্য করা যায়। উপরে রামধনু রঙের ছাতা, নিচে রাস্তা, রাস্তার পাশে নানা শিল্পের আসর ,যা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে । রাস্তার উপরে এভাবে ছাতা টাঙ্গানো থাকার কারণেই এই পথের নাম হয়েছে ‘আমব্রেলা স্ট্রীট’।
ব্লু স্ট্রীট, মরক্কো
আফ্রিকা মহাদেশের আটলান্টিক পাড়ের দেশ মরক্কোর উত্তর-পূর্ব অঞ্চলে রয়েছে এক শহর যার নাম শেফশাওয়ান। একে ব্লু পার্ল অফ মরক্কো ও বলা হয়, সংক্ষেপে ব্লু সিটি । ইতিহাস সমৃদ্ধ এই শহরের বাড়িঘরের দেয়াল, দরজা, এমনকি রাস্তাঘাটও নীল রঙে রঙিন।আর সেখান থেকেই এই নামকরণ।ইহুদিদের দ্বারা নির্মিত এই শহর তাদের চিন্তা ও বিশ্বাসের রঙেই রঙিন হয়েছে।
ব্যাল্ডউইন স্ট্রীট, নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের নতুন শহর ডুনেডিন। ডুনেডিনের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যর কারণেই শহরের অনেক রাস্তা খাড়া পর্বতের উপর দিয়ে।তার কারণে রাস্তাগুলো হয়েছে ভীষণ খাড়া। ব্যাল্ডউইন স্ট্রীট হচ্ছে এর মধ্যে সবচেয়ে খাড়া। পৃথিবীর সবচেয়ে খাড়া রাস্তা। আরো স্পষ্ট করে বলতে গেলে, সবচেয়ে সোজা খাড়া সড়ক হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছে ব্যাল্ডউইন স্ট্রীট।
লাম্বার্ড স্ট্রীট, যুক্তরাষ্ট্র

A windy look at Lombard Street, San Francisco’s windiest street
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শহর স্যানফ্রান্সিসকোয় অবস্থিত লাম্বার্ড স্ট্রীট বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছে পৃথিবীর সবচেয়ে বাঁকানো রাস্তা হওয়ার কারণে। স্যানফ্রান্সিসকোর ভৌগলিক বৈশিষ্ট্যের কারণে এখানে রাস্তা তৈরী করা বেশ চ্যালেঞ্জিং। দৃষ্টিনন্দন এই লাম্বার্ড স্ট্রিটের নামকরণ করা হয়েছে ফিলাডেলফিলার এক ব্যক্তির নামে।
দ্য জুলিও স্ট্রীট, আর্জেন্টিনা
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসের প্রধান রাজপথ হচ্ছে নাইন দ্য জুলিও স্ট্রীট। এটি পৃথিবীর প্রশস্ততম রাজপথ হিসেবে পরিচিত।
আর্জেন্টিনার স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে সড়কটি নির্মিত হয়। ১৮১৬ সালের ৯ জুলাই দেশটি স্বাধীনতা অর্জন করেছিল। সড়কের নাম নাইন দ্য জুলিও স্ট্রীটও রাখা হয়েছে দেশটির স্বাধীনতা দিবস অনুসারেই। সড়কটির নির্মাণকাজ শুরু হয় ১৯৩০ এর দশকে এবং সমাপ্ত হয় ১৯৮০ সালে। ১৪০ মিটার প্রশস্ত, ১৮ লেনের এই রাজপথের কেন্দ্রে রয়েছে ৭০ মিটার উচ্চতাবিশিষ্ট সূচালো স্মৃতিস্তম্ভ।
ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললে রাস্তায় বিচিত্র রকমের পথশিল্পীদের নানান কীর্তি দেখতে পাওয়া যায়।পুরো রাস্তা জুড়ে রয়েছে গুল্মঘেরা চত্বর এবং পার্ক। সবুজ বৃক্ষরাজির সমারোহে সাজানো পার্কগুলোতে বসার জন্য বেঞ্চও আছে, যাতে আপনি বসে বসে পুরো সড়কে ঘটতে থাকা সব ঘটনাই দেখতে পাবেন।
ম্যাজিক রাউন্ড এবাউট, ইংল্যান্ড
লন্ডনের সুইডেনে অবস্থিত ম্যাজিক রাউন্ড এবাউট পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তকর রাউন্ড এবাউট। অনেকগুলো রাস্তা এসে যখন একটি বৃত্তাকার রাস্তায় মিলিত হয় তখন এই বৃত্তাকার সংযোগস্থলকে রাউন্ড এবাউট বলে। ম্যাজিক রাউন্ড এবাউটের কেন্দ্রে একটি বড় রাউন্ড এবাউটকে ঘিরে পাঁচটি ছোট রাউন্ড এবাউট রয়েছে। ১৯৭২ সালে নির্মিত হয় এই রাউন্ড এবাউটটি।
বিশ্বজুড়ে আছে আরো বিচিত্র ও অদ্ভুত সব পথ , যেমন- সুইজারল্যান্ডের জিওমেট্রিক স্ট্রীট। এই রাস্তার পাশের দেয়ালে রয়েছে রঙ-বেরঙের জ্যামিতিক নকশা। পর্তুগালের রাজধানী লিসবনের পিঙ্ক স্ট্রীট যার পুরো রাস্তাটাই গোলাপি রঙ করা। এই সব বিচিত্র সড়ক বা রাস্তা যে শহর গুলিতে আছে সেই শহরগুলি সত্যি যে এক অন্য মাত্রা পেয়েছে পর্যটকদের কাছে তা বলাই বাহুল্য।