দেশের খবর
মার্কিন মুলুকে আছড়ে পড়ল ভয়াবহ টর্নেডো, শতাধিক মৃত্যুর আশঙ্কা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভয়াবহ টর্নেডো আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গিয়েছে, আমেরিকার সাতটি স্টেটে এই টর্নেডোর ভয়াবহতা দেখা গিয়েছে। বহু বাড়ি-ঘর, গাছ-পালা ভেঙে পড়েছে। টর্নেডোর এই তাণ্ডবে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আহত বহু।
এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই ঘটনাকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর টর্নেডো বলে বর্ণনা করেছেন। আমেরিকায় প্রায় ২২৭ কিলোমিটার এলাকা টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বহু বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সামনেই ক্রিসমাস। ফলে কেক, মোমবাতি ইত্যাদি কারখানায় নাইট শিফটে কাজ চলছিল। ফলে বহু কারখানা ভেঙ্গে যাওয়ায় চাপা পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে।
একটি মোমবাতি কাড়খানায় ১১০ জন কর্মী নাইট শিফটে কাজ করছিলেন। এখন পর্যন্ত ওই কারখানা থেকে ৪০ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও বহু মানুষের দেহ ওই কারখানার নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ই-কমার্স সংস্থার ওয়ার হাউসে ৬ জন কর্মীর মৃত্যু হয়েছে। সামনেই ক্রিসমাস, তাই সকলে নাইট শিফটে কাজ করছিলেন। ছয় শ্রমিকের মৃত্যু হওয়ায় শোক প্রকাশ করেছেন সংস্থার কর্ণধার জেফ বেজস। উদ্ধার কার্যে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।