বাংলার খবর
সোমবার থেকে ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে জারি করোনার একগুচ্ছ বিধি-নিষেধ! সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন, বন্ধ স্কুল, কলেজ, পার্ক, চিড়িয়াখানা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত এক সপ্তাহ ধরে রাজ্যে যেভাবে করোনা এবং ওমিক্রণ উদ্বেগ বাড়াচ্ছিল তাতে আবারও রাজ্যে কোভিড বিধি-নিষেধের কড়াকড়ি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। গত বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে ফেরার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে আবারও রাজ্য ফেরানো হতে পারে করোনার বিধি-নিষেধের কড়াকড়ি। সেটাই সত্যি হল। সোমবার থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে আবারও জারি হল করোনার একগুচ্ছ বিধি-নিষেধ। রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ও খোলা রাখা যাবে। কোথায় কেমন নিয়ন্ত্রণ জারি থাকবে তাও ঠিক করে দেওয়া হয়েছে নবান্ন থেকে।
সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। তবে মেট্রো পরিষেবায় কোনও কাটছাঁট করা হয়নি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। তবে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে টোকেন ব্যবস্থা। স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে জোর দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে। সেই সঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক সোমবার থেকে কী কী কড়াকড়ি শুরু হচ্ছে রাজ্যে-
- ওমিক্রন আতঙ্কে সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। যদিও ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চলবে প্রশাসনিক কাজ ৷
- সন্ধে ৭টার পরে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। সন্ধে ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন৷ যদিও আগের মতোই চলবে দূরপাল্লার ট্রেন।
- একমাস পিছল দুয়ারে সরকার কর্মসূচি। ২ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি শুরু হবে এই প্রকল্পের কাজ।
- সোমবার সকালে থেকে কলকাতার ১১টি চিহ্নিত জায়গায় মাইক্রো-কনটেইনমেন্ট জোন।
- রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। একমাত্র জরুরী পরিষেবায় ছাড়।
- ৫০ শতাংশ যাত্রী নিয়ে নির্ধারিত সময়েই চলবে মেট্রো। বন্ধ টোকেন। একমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীই চড়তে পারবেন মেট্রোয়।
- সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, সমস্ত রকম বিনোদন পার্ক, চিড়িয়াখানা ও পর্যটনকেন্দ্র।
- সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। যত বেশি সম্ভব বাড়ি থেকে কাজ করার পরামর্শ।
- ৫০ শতাংশ লোক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল এবং বাজার।
- ৫০ শতাংশ লোক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ এবং বার।
- মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে সিনেমা হল, থিয়েটার।
- বিয়ে এবং সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের জমায়েত নয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বাধিক ২০ জন থাকতে পারবেন।
- সর্বাধিক ২০০ জন বা কোনও সভাগৃহের মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়ে সভা-সমাবেশ এবং বৈঠক করা যাবে।
বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারিতে। তবে সব ক্ষেত্রে অবশ্যই কোভিডবিধি মেনে চলতে হবে সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর টেস্টের সংখ্যা আরও বাড়ান হচ্ছে।