বাংলার খবর
সকাল থেকেই বাংলা জুড়ে আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধ
পূর্বঘোষিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেল আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধ। এদিন সকাল ৬ টা থেকে শুরু হয় তাদের কর্মসূচি।

ডিজিটাল ডেস্ক : পূর্বঘোষিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেল আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধ। এদিন সকাল ৬ টা থেকে শুরু হয় তাদের কর্মসূচি। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর অধীনে ২৫ টি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এই বনধ ডাকা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ আদিবাসী ক্ষত্রিয় কুড়মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং অনৈতিক ভাবে CRI এর রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্তি করনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই ধর্মঘট পালন করা হচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে ধর্মঘটের প্রভাব পরছে। সকাল সকাল আদিবাসী সংগঠনের সদস্যরা শহরের শিলিগুড়ি মোড়ে জমায়েত হন।
রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে তারা চাক্কা জ্যাম কর্মসূচি পালন করেন। ১২ নং জাতীয় সড়কের উপরে তীর ধনুক হাতে দাঁড়িয়ে পরেন আদিবাসীরা। ফলে বহু দুরপাল্লার গাড়ি আটকে পরে। সরকারি-বেসরকারি বহু যাত্রীবাহি বাস দাঁড়িয়ে পরায় দূর্ভোগের মধ্যে পরতে হয় সাধারন যাত্রীদের। অনেকেই জরুরি কাজে সফর করতে গিয়ে এই বনধের জেরে বিপাকে পরেন। একদিকে অসহ্য গরম তার উপর বনধের মাঝে আটকে পরায় নাজেহাল সাধারন যাত্রীরা।
আরও পড়ুন – অন্য জাতে ছেলেকে বিয়ে করার অপরাধে অপহরণ করল তার নিজের দাদারাই
এবিষয়ে আদিবাসী সংগঠনের নেতা নেপোলিয়ন হেমব্রম বলেন, বনধের ঘোষিত কারন একদিকে এসটি তালিকায় জোরজবরদস্তি অন্তর্ভুক্ত হতে চাইছে কুড়মি মাহাতোরা। অপরদিকে রাজ্য সরকার CRI রিপোর্ট আটকে দিয়েছে। কুড়মি মাহাতোদের স্বার্থে এমনটা হতে পারে বলে সন্দীহান আদিবাসীরা। এই বনধের জেরে সাধারন মানুষের দূর্ভোগের কথা স্বীকার করে নেন নেপোলিয়ন বাবু। পাশাপাশি নিজেদের অধিকার ও দাবী আদায়ে এই বনধ আবশ্যক ছিল বলে দাবী তার।