বাংলার খবর
ভোট পরবর্তী হিংসা মামলায় ঝাড়গ্রামে সিবিআই-এর হাতে ধৃত মৃত তৃণমূল কর্মীর স্ত্রী-সহ ৯

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:গত বিধানসভা নির্বাচনের দিনকয়েক আগে ২০২১ সালের ২১ মার্চ রাজনৈতিক সংঘর্ষ আর পাল্টা সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল ঝাড়গ্রামের নেতুরা এলাকা। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলকর্মী দুর্গা সোরেনে ওপর হামলা চালায়।
দুর্গা সোরেনের বাড়ি অাগুইবনির পিন্ড্রকুলি এলাকায়। সন্ধ্যা বেলা বাড়ি ফেরার সময় তাঁকে একলা পেয়ে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাঁর পরিবারের সদস্যরা অচৈতন্য অবস্থায় দুর্গা সোরেনকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে কিছুটা দূরের এক পুকুর পার থেকে। সেখান থেকে ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে অানা হলে কিছুক্ষণ পরে মারা যান দুর্গা সোরেন। এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই সময়ে তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি নেতা হিসেবে পরিচিত তারক সাউয়ে ওপর চড়াও হয়। নেতুরা বাসস্ট্যান্ডের কাছে তারক সাউকে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য তাঁর বাড়ির লোকজন ওড়িশার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে ২৫ মার্চ তিনি মারা যান। পরবর্তীকালে উচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গত বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ঝাড়গ্রামের আগুইবনি এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের নিহত কর্মী দুর্গা সোরেনে স্ত্রী সাকরো সোরেন, ভাই প্রিয়ন সোরেন ও তাশ্চর স্ত্রী সরোজিনী সোরেন। দুর্গার দাদা বিক্রম সোরেন ছাড়াও তৃণমূলের প্রাক্তন উপপ্রধান স্বপন পৈড়া, বুথ সভাপতি শৈলেন গিড়ি, অঞ্চল কমিটির সদস্য বিজয় পাতর সহ মোট ন’জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে, সিবিআই দু’জন মহিলা ছাড়া সাতজনকে নিজেদের হেপাজতে নেওয়ার অাবেদন জানায়।