দেশের খবর
নিজের পোষ্য পিটবুলের আক্রমণে মর্মান্তিক পরিণতি ৮২-র বৃদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শখ করে বাড়িতে সারমেয় রেখেছিলেন মালিক। তখন একবারও মনে হয়নি এই পোষ্যের কারণেই একদিন প্রাণ যাবে তাঁর। বাড়িতে পোষা কুকুরের আক্রমণেই মৃত্যু হল খোদ মালকিনের।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের বাঙালি টোলা এলাকায়। জানা গিয়েছে, বাঙালি টোল এলাকার বাসিন্দা সুশীলা ত্রিপাঠি বাড়িতে পিটবুল ও ল্যাব্রাডর প্রজাতির দুটি কুকুর পোষা ছিল। বুধবার ভোরবেলা সুশীলা ত্রিপাঠিকে আক্রমণ করে পিটবুল প্রজাতির ঐ কুকুরটি। এরপর তাঁকে গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিছুক্ষণ পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: মুসলিমরাই সব থেকে বেশি গর্ভনিরোধক ব্যবহার করেন! বিস্ফোরক দাবি আসাউদ্দিন ওয়াইসির
জানা গিয়েছে, সুশীলা কুকুর দুটিকে খাবার দিতেন এবং তাদের সঙ্গে খেলতেন। কুকুর দুটি মহিলার ছেলে অমিত ত্রিপাঠীর ঘরে থাকত। মঙ্গলবার কুকুরটি খোলা ছিল। ভোর পাঁচটার দিকে অমিত দেখল পিটবুল জাতের একটি কুকুর তাঁর মাকে আঁচড়াচ্ছে।
পিটবুলটি তাঁর মায়ের পেট এবং মুখ খারাপ ভাবে কামড়ে দিয়েছিল। তাড়াহুড়ো করে সে তাঁর মাকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ট্রমা সেন্টারে রেফার করা হয়। কিন্তু ট্রমা সেন্টারে মায়ের মৃত্যু হয়। পিটবুলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ধরনের কুকুর হিসেবে বিবেচনা করা হয়। অনেক দেশে পিটবুলের বংশবৃদ্ধিও নিষিদ্ধ।
আরও পড়ুন: Big Breaking: স্বাধীনতার ৭৫ বছর উদযাপন, শুক্রবার থেকেই বিনামূল্যে বুস্টার ডোজ
পিটবুলরা আচরণে বেশ হিংস্র হয় তাই অনেক দেশে তাদের বড় করা নিষিদ্ধ। ভারতে, বিশেষ করে রাজস্থানে, লোকেরা পিটবুলকে পুষে থাকে। তবে পিটবুলের কারণে ৮২ বছরের এক বৃদ্ধার কী হাল হল তা বলাই বাহুল্য।