মর্মান্তিক পথ দুর্ঘটনায় হোলির বলি ৩, জখম অন্তত ৬
Connect with us

দেশের খবর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় হোলির বলি ৩, জখম অন্তত ৬

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আর পাঁচজনের মতোই রঙের উৎসবে বন্ধুদের সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছিল বছর আটের খুদে বালক। কিন্তু রঙিন হওয়ার দিনে মুহুর্তের মধ্যে আনন্দের পরিবেশে নেমে এল কালো ছায়া। রাস্তায় দাঁড়িয়ে থাকা বালককে পিষে দিয়ে চলে গেল ট্যাক্সি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর আটের ওই খুদে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে রাস্তার উপরে দাঁড়িয়ে হোলি খেলার সময় ওই বাচ্চাটির গায়ের উপর দিয়ে চলে যায় একটি ট্যাক্সি। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাচ্চাটি। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। জখমরা সকলেই এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

নির্মল নগর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ওই নাবালকের নাম গফফর চৌধুরী। সে এদিন সকালে ওয়াটার গান নিয়ে বাড়ির সামনের রাস্তায় রঙ খেলছিল। অভিযোগ সেই সময় আচমকা সুনীল কুমার রাজপুত নামের এক ক্যাব ড্রাইভার তাঁকে পিষে দিয়ে চলে যায়। শুধু গফফরই নয় অভিযুক্ত ক্যাব চালক এদিন সকালে আরও পাঁচজনকে গাড়ির ধাক্কা দেন। ঘটনায় গুরুত্বর আহত হয়েছে অন্তত তিনজন। তাঁদের প্রত্যেকেরই হাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

আরও পড়ুন: হোলির সকালে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার চোরাই মদ

এদিকে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত ক্যাব চালক সুনীলকে ধরে পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে ধৃতের কাছে গাড়ি চালানোর বৈধ কোনও লাইসেন্স ছিলো না। এছাড়াও সে মদ্যপ অবস্থায় ছিলো বলে অভিযোগ।

অন্যদিকে, শুক্রবার হোলি খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন অন্তত ৬ জন। এদিন ঘটনাটি ঘটেছে, আমেঠির জামো থানার সীমানার অন্তর্গত রেভারহাপুর গ্রামে। পুলিশ জানিয়েছেন, মৃতেরা হলেন অখন্দ প্রতাপ সিং (৩২) এবং শিবরাম পাসি (৫৫)। ঘটনায় ফের বিবাদের আশঙ্কায় র‍্যাফ নামানো হয়েছে গ্রামে। অশান্তি এড়াতে চলছে পুলিশি টহলদারি।

Advertisement

আরও পড়ুন: হোলি খেলার পরে ত্বক ও চুলের যত্ন নিতে অবশ্যই মনে রাখুন এই টিপসগুলি

এই বিষয়ে জামো থানার এসএইচও ধীরেন্দ্র কুমার যাদব জানিয়েছেন যে, মৃত অখন্দ প্রতাপ সিং-এর বিরুদ্ধে অতীতে অপরাধের বেশকিছু মামলা রয়েছে। এছাড়াও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement