বাংলার খবর
সংসদের ৮৭৫ জন কর্মী করোনা আক্রান্ত !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম ওমিক্রন এবং করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সমস্ত স্তরের মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা যোদ্ধাদের পাশাপাশি বহু রাজনৈতিক ব্যক্তিত্বের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কিছুদিন ধরেই করোনা হানা দিয়েছে সংসদে।
অনেক সাংসদ যেমন করোনা আক্রান্ত হয়েছেন তেমনি সংসদের বহু কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। গত ২০ জানুয়ারি পর্যন্ত সংসদে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮৭৫ জন কর্মী। সংসদের বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২ হাজার ৮৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল।
এর মধ্যে ৮৭৫ জনের কোভিড টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। এদিকে, আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর প্রথম ভাগ ১১ ফেব্রুয়ারি শেষ হবে। মোট পরীক্ষার মধ্যে ৯১৫টি রাজ্যসভার সচিবালয়ে করা হয়েছিল। যার মধ্যে প্রায় ২৭১টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে।