দেশের খবর
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল সেনানবাহিনীর গাড়ি, মৃত ৭ জওয়ান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন সেনা জওয়ান। ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের কাছে টুরটুক রোডের উপরে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে লাদাখের টুরটুক রোডে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সায়ক নদীতে গিয়ে পড়ে সেনাবাহিনীর ওই গড়িটি। ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান সাতজন সেনা জওয়ান। বাকিদের উদ্ধার করতে নামানো হয়েছে বায়ুসেনাকে।
আরও পড়ুন: গরমে নাজেহাল অবস্থা, আগামী ২৪ ঘণ্টায় নামবে তুমুল বৃষ্টি
লাদাখের লেহর কাছে এই পথ দুর্ঘটনার খবর নিশ্চিত করে সেনাবাহিনীর তরফে এক বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাতারপুর থেকে মোট ২৬ জন জওয়ানকে নিয়ে সেক্টর হানিফে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদেরকে।
আরও পড়ুন: বেছে-বেছে মহিলাদের খুন করাই নেশা, যাবজ্জীবন কারাদণ্ড সিরিয়াল কিলারের
সেই সময় টুরটুকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সায়ক নদীতে গিয়ে পড়ে গাড়িটি। ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার করে আকাশপথে পার্শ্ববর্তী প্রাতারপুর হাসপাতালে পাঠানো হয়েছে।