বাংলার খবর
পথ দুর্ঘটনায় নিহত বিধায়ক পুত্র-সহ ৭

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওরা সবাই মেডিক্যাল কলেজের ছাত্র। সুতরাং প্রত্যেকেই ভালো ঘরের ছেলে। করোনা অতিমারির জন্য কিছুটা থমকে গিয়েছে মানব জীবনের চলাফেরার গতি। সেই পরিস্থিতিতে একটু অন্যরকম সময় কাটাতে গিয়েই বিপত্তি।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিধায়ক-পুত্র সহ ৭ মেডিক্যাল পড়ুয়ার। সোমবার রাতে মহারাষ্ট্রের ওয়ার্ধার সেলসুরায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই ৭ পড়ুয়া পার্টি করতে একটি চার চাকার গাড়িতে চেপে দেওলি থেকে ওয়ার্ধা যাচ্ছিলেন।
পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সেলসুরায় একটি সেতু থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে আবিষ্কার রাহাংডালে। ওয়ার্ধার পুলিশ সুপার প্রশান্ত হোলকার জানিয়েছেন, রাত ১১.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে।