বাংলার খবর
জোকা মেট্রোর জন্য ৬ দিন বাতিল শিয়ালদহ-বজবজ লোকাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জোকা-বিবাদিবাগ শাখায় মেট্রো রেলের কাজ চলার জন্য শিয়ালদহ-বজবজ শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে কয়েকদিন। চলতি জুলাই মাসের দু’দিন এবং অগাস্ট মাসের চার দিন, মোট ৬ দিন শিয়ালদহ-বজবজ শাখায় একজোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাসের ২১ ও ২২ তারিখ এবং অগাস্ট মাসের ১৬, ১৭, ১৮ ও ১৯ তারিখ রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত- এই চার ঘণ্টা মাঝেরহাট স্টেশনে জোকা-বিবাদিবাগ শাখার মেট্রো রেলের ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজে চলবে।
সেই কারণে আগামী ২১ ও ২২ জুলাই এবং অগাস্ট মাসের ১৬, ১৭, ১৮, ১৯ তারিখ এক জোড়া শিয়ালদহ-বজবজ লোকাল বাতিল থাকবে। এই ছ’দিন আপ ৩৪১৬৫ শিয়ালদহ-বজবজ লোকাল এবং ডাউন ৩৪১৬৬ বজবজ-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। ফলে ওই কয়েকদিন নিত্যযাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যেই পড়বেন, তাতে কোনও সন্দেহ নেই।
জোকা-বিবাদিবাগ শাখায় মেট্রো রেলের কাজ চলার জন্য শিয়ালদহ-বজবজ শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে কয়েকদিন। চলতি জুলাই মাসের দু’দিন এবং অগাস্ট মাসের চার দিন, মোট ৬ দিন শিয়ালদহ-বজবজ শাখায় একজোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।
জোকা-বিবাদিবাগ শাখায় মেট্রো রেলের কাজ চলার জন্য শিয়ালদহ-বজবজ শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে কয়েকদিন। চলতি জুলাই মাসের দু’দিন এবং অগাস্ট মাসের চার দিন, মোট ৬ দিন শিয়ালদহ-বজবজ শাখায় একজোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে।