বাংলার খবর
শিলিগুড়ি থেকে সাত কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৪!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাত কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আশিঘর আউটপোস্ট পুলিশ। ধৃতদের নাম কামাল শেখ, মনিরুল ইসলাম, সামসুল আলম এবং মোহাম্মদ মেহেরুল।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আশিঘর ফাঁড়ির অন্তর্গত কানকাটা মোড় এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে ওই চার অভিযুক্ত প্রচুর পরিমাণ ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। খবর পেতেই, অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিঘর আউটপোস্ট পুলিশ। ইস্টার্ন বাইপাসের কানকাটা মোড় এলাকায় অপেক্ষারত ওই চার ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ৫০০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ আধিকারিকরা।
শিলিগুড়ির পুলিশ কমিশনার জানিয়েছেন উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। জানা গিয়েছে ব্রাউন সুগার বাইরে থেকে নিয়ে এসে শিলিগুড়িতে বিক্রি করাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ব্রাউন সুগার শিলিগুড়ির কোথায় বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল এবং তাদের সাথে কে কে জড়িত রয়েছে তা সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখছে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্টের পুলিশ কর্মীরা। ধৃত চার জনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।