বাংলার খবর
১৩ থেকে ২৬ মে হাওড়া-ব্যান্ডেল শাখায় ৬৮ ট্রেন বাতিল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাওড়া-ব্যান্ডেল শাখার যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী ১৩ মে অর্থাৎ শুক্রবার থেকে ২৬ মে পর্যন্ত, মোট ১৪ দিন ৪ ঘণ্টা করে ওই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মঙ্গলবার পূর্ব রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ওই শাখার সমস্ত লোকাল ট্রেন চলবে না ওই ১৪ দিন। কোনও কোনও দিন দুপুর তিনটে পর্যন্তও বন্ধ থাকবে লোকাল ট্রেন। ব্যান্ডেল-মগরা থার্ডলাইনের নন ইন্টারলকিঙের কাজের জন্য ওই ১৪ দিন দুপুরের সময় ওই শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। ওই সময় ওই শাখা দিয়ে চলাচল করা ৬৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
এ ছাড়া ওই কদিন হাওড়া-মালদহ, হাওড়া-জয়নগর এক্সপ্রেস সহ মোট ১২টি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। এবং আরও তিনটি এক্সপ্রেস, দু’টি MEMU এবং দু’টি লোকাল ট্রেনের রুট পরিবর্তন করে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই ১৪ দিনের জন্য সেই ট্রেনগুলোর সময়সূচীও পরিবর্তিত হবে। বাতিল লোকাল ট্রেনগুলোর মধ্যে রয়েছে ১৮টি আপ ও ১৮টি ডাউন হাওড়া-ব্যান্ডেল লোকাল, বালি-ব্যান্ডেল ও হাওড়া-মেমারির মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন। এছাড়াও তিনটি আপ ও তিনটি ডাউন হাওড়া-বর্ধমান মেন, ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে দু’টি আপ ও দু’টি ডাউন, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে চারটি আপ ও চারটি ডাউন ট্রেন ১৪ দিনের জন্য বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমানের মধ্যে একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিল থাকবে ওই দু’সপ্তাহ।
ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ওই দুই সপ্তাহ চরম দুর্ভোগের মধ্যে পড়বেন, তাতে কোনও সন্দেহ নেই। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক বড় এবং জরুরি কাজ হওয়ায় শুধুমাত্র রাতে এই কাজ করা সম্ভব নয়। সেই কারণে পরিষেবা বন্ধ রাখার জন্য দিনের এমন সময়কেই বেছে নেওয়া হয়েছে, যে সময়ে ট্রেন সংখ্যায় কম চলাচল করে।