বাংলার খবর
শীতলকুচি থেকে উদ্ধার ৭ হাজার ৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ ২৭ কেজি গাঁজা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে। বুধবার শীতলকুচি থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালায় শীতলকুচি থানার অন্তর্গত গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোলেনওহাটি গ্রামের এক বাড়িতে।
ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোলেনাওহাটি গ্রামের এক বাড়ি থেকে ৭ হাজার ৪০০টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ও ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তিনটি মোটরবাইক আটক করা হয়েছে। তবে কী কারণে ওই বাড়িতে এত পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত আছে, পুরো বিষয়টি তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ।