দেশের খবর
বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ভারতেই রয়েছে ৬৩টি শহর, জেনে নিন এই তালিকায় রয়েছে কোন শহরগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রমাগত জলবায়ুর পরিবতর্নে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে। ঘনঘন বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। শুধু তাই নয়, বিশ্বায়নের যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ক্রমশ বেড়ে চলেছে ইট-কাঠ,পাথর আর কংক্রিটের জঙ্গল। শীতল মনোরম পরিবেশের জন্য এখন করতে হয় হাঁসফাঁস। দিন যত যাচ্ছে বাড়ছে গরম। সেইসঙ্গে বাতাসে বাড়ছে দূষনের মাত্রাও।
শুধু তাই নয়, কোভিড পূর্ববর্তী এবং কোভিড পরবর্তী সময়ে দেশে অনেকটাই বেড়ে গিয়েছে বায়ু দূষণের মাত্রা। আর এই তালিকায় দেশে সবথেকে শীর্ষে রয়েছে রাজধানী শহর দিল্লি। আর তারপরই অবস্থান করছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থান রাজ্যের বেশকিছু শহর। যেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স অত্যন্ত নিম্নমানের। আর তাই নয়, সারা বিশ্বে বায়ু দূষণ সম্পর্কিত একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ওই সমীক্ষার রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, গোটা বিশ্বে বায়ু দূষণের শীর্ষে রয়েছে মোট ১০০টি শহর। তবে উল্লেখযোগ্য ভাবে তার মধ্যে ৬৩টি শহরই ভারতের বিভিন্ন রাজ্যের। জানা গিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন শহরগুলি এই বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকলেও ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রিপোর্টে টপে রয়েছে রাজধানী দিল্লির নাম। ২০২১ সালের পর ২০২২ সালেও দেশের এই রাজধানী শহরে বাতাসের গুণগত মানের এতটুকুও উন্নতি হয়নি।
আরও পড়ুন: World Water Day 2022: ফুরিয়ে আসছে বিশুদ্ধ পানীয় জলের ভাণ্ডার, বিশেষ এই দিনটির গুরুত্ব জানুন
বিশ্বজুড়ে বায়ু দূষণের রিপোর্টে দিল্লির র্যাংক রয়েছে ৪ নম্বরে। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদ, বাগপৎ, জানপুর। এছাড়াও রাজস্থানের ভিওয়াদি, হরিয়াণা রাজ্যের হিসর,ফরিদাবাদ এবং রোহতকের নাম আছে। শুধু তাই নয়, ইউনিভার্সিটি অফ চিকাগো থেকে প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের সবথেকে দূষিত ১০০ টি শহরের মধ্যে ভারতেই রয়েছে ৬৩টি শহর। যারমধ্যে বেশিরভাগ শহরই উত্তরপ্রদেশ এবং দিল্লির। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের যে সমস্ত শহরে সবথেকে বেশি বায়ু দূষিত হয়েছে তার প্রধান কারণই হল, খড় পোড়ানো, কলকারখানার ধোঁয়াধুলো।
যদিও এই তালিকায় রয়েছে চিনের বহু শহর। তবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাতাসের গুণগত মানের কিছুটা উন্নতি করেছে চিন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোল শিল্প সহ একাধিক শিল্প যা থেকে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলির উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে চিনা প্রশাসন। তবে এই তালিকায় ভারতের তামিলনাড়ু রাজ্যের একাধিক শহরের বাতাসের গুণগত মান যথেষ্ট সন্তোষজনক। যদিও এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কোনও সেফমার্ক রিপোর্ট পাওয়া যায়নি।