দেশের খবর
মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় নিহত ৮!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই বড়দিনের উৎসবে মেতেছিল সারা বিশ্ব। এবার সামনেই বর্ষবরণের উৎসবের জন্য তৈরি হচ্ছে মানুষ। উৎসব উদযাপন করতে পিছিয়ে নেই সারা বিশ্বের মানুষ।
কিন্তু সেই উৎসবের সুযোগে সক্রিয় হতে শুরু করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন। তার জন্য বিশ্বের প্রায় সমস্ত দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু জোরদার নিরাপত্তার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল মেক্সিকোতে। জানা গিয়েছে, মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় দুই শিশু সহ ৮ জনের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার গভীর রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের সিলাও এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, দুই বন্দুকবাজ বাইকে চেপে এসে একটি বাড়ির সামনে দাঁড়ায়। এরপর তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। তাতে ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে এক বছরের শিশু এবং ১৬ বছরের এক কিশোরী রয়েছে।