বাংলার খবর
অমরনাথে আটকে বাংলার ৬ বাসিন্দা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আটকে ধূপগুড়ির ছয় যুবক। তাঁদের মধ্যে চারজন ক্যাম্পে ফিরে এলেও বাকি দু’জনের প্রথমে খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ৬ জনেরই খোঁজ পাওয়া গিয়েছে।
অমরনাথের গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ২৫টি পুণ্যার্থী শিবির। সূত্রের খবর, অমরনাথের দুর্যোগের পরে সেখানে আটকে পড়েছেন ধূপগুড়ির ৬ জন বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন ক্যাম্পে ফিরে এলেও বাকি দু’জনের প্রথমে কোনও খোঁজ মেলেনি। ছয় জনই পেশায় ব্যবসায়ী, সোমবার ট্রেনে করে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। এরপর পুজো দিতে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। আচমকা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। প্রথমে চারজনের খোঁজ পাওয়া গেলেও দুজনকে পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে ৬ জনেরই খোঁজ পাওয়া গিয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। জানা গিয়েছে ৬ জনই সুস্থ রয়েছেন, সেই সংবাদ তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ধুপগুড়ি পুরসভা। এদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সুস্থতার কথা নিশ্চিত করেছে ছয়জনই।
শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৫ জন, শনিবার তা বেড়ে দাঁড়াল ১৬ তে। নিখোঁজ কমপক্ষে ৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার পূণ্যার্থীদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জম্মু–কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ শুরু করেছিল। ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে হাজির হয় এলাকায়। পূণ্যার্থীদের দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামিয়েছে ভারতীয় সেনা। নামানো হয়েছে হেলিকপ্টার।