স্কুলের মিড-ডে মিলের খাবারে মরা টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৫৭ পড়ুয়া
Connect with us

দেশের খবর

স্কুলের মিড-ডে মিলের খাবারে মরা টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৫৭ পড়ুয়া

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলের মিড-ডে মিল খাওয়ার পরই বমি-বমি ভাব আর পেটে ব্যথা। ঘটনায় হাসপাতালে ভর্তি করা হল মোট ৫৭ জন পড়ুয়াকে। মঙ্গলবার ঘটণাটি ঘটেছে মধ্যপ্রদেশ রাজ্যের দিনদৌরি জেলায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে স্কুলের মিড-ডে মিল খায় পড়ুয়ারা। আর তার কিছুক্ষণ পরই তীব্র পেটে ব্যথা আর বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলের মোট ৫৭ জন পড়ুয়া। এরপর পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন সকল পড়ুয়াই বিপদমুক্ত এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দিনদৌরি জেলার সামনপুর ব্লকের আধিকারিক LS Paraste।

এদিকে আরও জানা গিয়েছে, মঙ্গলবার স্কুলের মিড-ডে মিল খাওয়ার সময় ওই স্কুলের এক ছাত্রী তার খাবারের প্লেটে মরা টিকটিকি দেখতে পাই। আর তারপরই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় কোনওরকম অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement

আরও পড়ুন: হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি, শাস্তির মুখে কর্ণাটকের ৭ স্কুল শিক্ষক

অন্যদিকে, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কর্ণাটক রাজ্যের। ফের হিজাব কাণ্ডে চাকরি থেকে বরখাস্তের মুখে পড়তে হল ৭ স্কুল শিক্ষিকাকে। ঘটনাটি ঘটেছে, কর্নাটকের Gadag জেলায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ভাঙচুর

Advertisement

জানা গিয়েছে, কর্ণাটকের Gadag জেলায় সিএস পাতিল বয়েজ এবং সিএস পাতিল গার্লস স্কুলে এসএসএলসি (SSLC) পরীক্ষা চলছে। আর এই পরীক্ষায় বসা নিয়ে বিতর্কের সূত্রপাত। যদিও ঘটনাটি মার্চ মাসের ১৫ তারিখ ঘটলেও এদিন তা প্রকাশ্যে আসে। বুধবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, গত ১৫ মার্চ তারিখে সিএস পাতিল বয়েজ এবং সিএস পাতিল গার্লস স্কুল এই দুই সেন্টারে এসএসএলসি পরীক্ষা চলছিল। এই পরীক্ষাকেন্দ্রে মেয়ে পরীক্ষার্থীদের হিজাব পরে পরীক্ষায় বসার অনুমতি দিয়েই বিপাকে পড়েছেন ওই দুই স্কুলের সুপারিটেন্ডেন্ট সহ সাত শিক্ষক।