দেশের খবর
গুজরাটের কেভদিয়া জঙ্গল সাফারিতে ৫৩টি বন্যপশু ও পাখির অস্বাভাবিক মৃত্যু, প্রশ্ন উঠছে নমোর স্বপ্নের প্রকল্প নিয়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গুজরাটের জনপ্রিয় কেভাদিয়া জঙ্গল সাফারিতে ( Kevadia jungle safari) অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে অন্তত ৫৩টি পশু এবং পাখির। জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে আনা সব মিলিয়ে মোট ১৬৩টি প্রাণীর মধ্যে অন্তত ৫৩টি মারা গিয়েছে। যারমধ্যে ২২টি বিদেশি ছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গুজরাট বিধানসভায় অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ Shailesh Parmar-এর একটি প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন স্পীকার। শুধু তাই নয় জানা গিয়েছে, গুজরাটের এই কেভাদিয়া সাফারি পার্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বপ্নের প্রকল্পও বটে। আর তাঁর কেন্দ্রে এভাবে এত সংখ্যক পশু মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে সরকার পক্ষের দিকে।
জানা গিয়েছে, গুজরাট সরকারের দেওয়া উত্তরে বলা হয়েছে যে, ওই সাফারি পার্কে মোট ১৬৩টি পশু ও পাখির মধ্যে ৫৩টি মারা গিয়েছে যা বিদেশী দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছিল। পাখি এবং প্রাণীদের মধ্যে ২২টি বিদেশী ছিল। শুধু তাই নয়, কংগ্রেস সাংসদ এলএ শৈলেশ পারমার এই পশুপাখি আনা এবং সংরক্ষিত করার ব্যাপারেও সরকারের মোট আয় এবং ব্যায়ের হিসেব জানতে চান।
আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপজুড়ে ভয়াবহ শরণার্থী সঙ্কট তৈরি করছে রুশ-ইউক্রেন দ্বন্ধ: দাবি সমীক্ষায়
তাঁর প্রশ্নের জবাবী উত্তরে সরকারের তরফে জানানো হয়েছে, ২০১৯, ২০২০, ২০২১ সালে সরকারের দেওয়া তথ্য অনুসারে, বিদেশী এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে পশু ও পাখি আনার জন্য প্রায় ৫.৪৭ কোটি টাকা খরচ হয়েছে। ৫৩টি পশু-পাখির মধ্যে ৮টি মারা গিয়েছে, যেগুলি বিদেশ থেকে আনা হয়েছে। আর ৪৫টি ভারতের বিভিন্ন রাজ্যের।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে ঘরে ফিরল যুবকের নিথর দেহ, মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে
উল্লেখ্য, বিদেশ ও বিভিন্ন রাজ্য থেকে যেসব প্রাণী আনা হয়েছিল তার মধ্যে রয়েছে কাঠবিড়ালি বানর, মারমোসেট, সবুজ ইগুয়ানা, রিংটেল, লাল ইগুয়ানা, ক্যাপুচিন বানর, ঘড়িয়াল, কালো চিতা, ক্যারোলিনা হাঁস, আলপাকা, লামা, ওয়ালাবি, জিরাফ, জেব্রা, বন্য জন্তু, অরিক্স, ইত্যাদি। সরকারের দেওয়া তথ্য অনুসারে, প্রাণীদের মৃত্যুর বিভিন্ন কারণের মধ্যে রয়েছে হাইপোভোলেমিক শক, শ্বাসযন্ত্রের কষ্ট, বহু-অঙ্গ ব্যর্থতা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট ইত্যাদি।