বাংলার খবর
ইটাহারে পঞ্চাশোর্ধ মহিলার অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবী সানস্ট্রোক
প্রবল গরমে রাস্তায় অসুস্থ হয়ে পরেন জয়ন্তী দেবী। তাকে স্থানীয় চিকিৎসকের চেম্বার থেকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বালিয়াপাড়া সংলগ্ন এলাকায়। মৃতার নাম জয়ন্তী চৌধুরী বয়স পঞ্চাশোর্ধ। বাড়ি মালদার মোথাবাড়িতে। পরিবার সূত্রের খবর, দিন কয়েক আগে তিনি ইটাহারের পোরষা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার কালোমাটিয়ায় ঘুরতে যান।
প্রবল গরমে রাস্তায় অসুস্থ হয়ে পরেন জয়ন্তী দেবী। তাকে স্থানীয় চিকিৎসকের চেম্বার থেকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। মৃতার আত্মীয় গৌরব মাল বলেন, চিকিউসকের বক্তব্য অনুসারে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে তার। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – পড়ুয়াদের নিয়ে নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যদিও রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারি সুপার অভীক মাইতি জানান, সানস্ট্রোক নাকি অন্য কোনো কারনে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা স্পষ্ট হবে। পাশাপাশি যেভাবে অসহ্য গরমে অতীষ্ট জনজীবন সেক্ষেত্রে সকলকে শরীর সুস্থ রাখার ব্যপারে সচেতন করেছেন তিনি।