উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দু'বছরের শিশু সহ একই পরিবারের ৫ জনকে খুন
Connect with us

দেশের খবর

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দু’বছরের শিশু সহ একই পরিবারের ৫ জনকে খুন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  ফের যোগী রাজ্যে নৃশংস হত্যাকাণ্ড। দুই বছরের এক শিশুসহ একই পরিবারের ৫ জনকে পাথর মেরে খুন করে মৃতদের বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের থরবই থানার খেবরাজপুরে।

৫ মৃতের মধ্যে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি, তাঁদের মেয়ে পুত্রবধূ এবং নাতনি। মৃতরা হলেন, রামকুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), পুত্রবধূ সবিতা (২৭) এবং নাতনি মীনাক্ষী (২)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে হঠাৎই রামকুমার যাদবের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। গিয়ে দেখেন, বাড়ি জ্বলছে। কিন্তু ভেতরে ঢুকেই সকলে আঁতকে ওঠেন। একটি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে এবং একটি ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাঁচটি রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের এক কোণে থেকে রামকুমারের পাঁচ বছরের নাতনিকে উদ্ধার করেন সকলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কারা, কী কারণে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে খুন করল! আর কেনই বা পাঁচ বছরের নাতনিকে ছেড়ে দিল, সেই রহস্য এখনও উদ্ধার হয়নি। তার উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: দুর্দিনে সারা বিশ্বকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে ভারতের: মোদি

এই ঘটনার সঙ্গে ওই পরিবারের পরিচিত কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। এদিকে পুলিশ পৌঁছাতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত খুঁজে বার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। গত ১৬ এপ্রিল এই প্রয়াগরাজের নবাবগঞ্জের খাগলপুর গ্রাম থেকে একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছিল। এক মহিলা এবং তাঁর তিন মেয়েকে গলা টিপে খুন করার অভিযোগ ওঠে। এবং ঝুলন্ত অবস্থায় মহিলার স্বামীর দেহ উদ্ধার হয়। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পশুখাদ্য মামলায় বড় স্বস্তি! জামিন পেলেন লালু

Advertisement

এক সপ্তাহ যেতে না যেতেই আবারও যোগী রাজ্যে একই পরিবারে পাঁচ সদস্যকে খুন করার অভিযোগ উঠল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। শনিবারের এই ঘটনা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি কে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘বাংলায় সামান্য কোনও ঘটনা ঘটলেই যারা কথায় কথায় সিবিআই তদন্তের দাবি তোলে, উত্তরপ্রদেশের ওই ঘটনার পর তারা চুপ কেন? বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একের পর এক গণহত্যার ঘটনা ঘটছে। শনিবারের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। উত্তরপ্রদেশের এই ঘটনারও সিবিআই তদন্ত কররার দাবি তুলছেন না কেন বিজেপি?’