দেশের খবর
রাজ্যে ওমিক্রনে আক্রান্ত আর ৫! সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার আরও ৫ জনের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে। ফলে রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাটা এক লাফে ৫ থেকে বেড়ে ১১ হয়ে গিয়েছে। তার মধ্যে একজন সুস্থ হয়ে গিয়েছেন।
নতুন ৫ আক্রান্তের মধ্যে দু’জন কলকাতার বাসিন্দা। এক জন দমদমের এবং দু’জন জন হাওড়ার। আক্রান্তরা সকলেই নিভৃতবাসে রয়েছেন। তাঁদের কারও কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ আবার উপসর্গহীন। তাঁদের মধ্যে এক জন বিদেশ থেকে এসেছেন। বাকি চার জনই স্থানীয় বলে জানা গিয়েছে। এই পাঁচ ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২২৫টি নমুনা কল্যাণীতে জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তার মধ্যে ১০৭টির রিপোর্ট হাতে এসেছে। সেই রিপোর্টেই জানা গিয়েছে, পাঁচ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আরও ৭০০টি নমুনা জিন সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। দেশের যে সব রাজ্যে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, সেই তালিকায় প্রথম দশে চলে এসেছে পশ্চিমবঙ্গ। দশম স্থানে রয়েছে বাংলা। ওমিক্রন আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দিল্লি। এখনও পর্যন্ত দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ১৬৭ জন। গুজরাতেও আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। কেরলে ৬৫, তেলেঙ্গানায় ৬২, রাজস্থানে ৪৬, কর্ণাটকে ৩৪, তামিলনাড়ুতে ৩৪ ও হরিয়ানায় ১২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।