দেশের খবর
জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে খতম ৫ জঙ্গি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও জম্মু কাশ্মীরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হল সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ চেষ্টায়। জঙ্গি অনুপ্রবেশ রুখে দেওয়ার পাশাপাশি পাঁচ জঙ্গিকে এনকাউন্টারে খতম করে বড়সড় সাফল্য পেল সেনা।
রবিবার সকালে জম্মু কাশ্মীরের অনন্তনাগের শ্রিগুফ এলাকায় সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই হয়। সেখানেই ওই পাঁচ জঙ্গি নিহত হয়। সূত্রের খবর, কাজিপারা শ্রিগুফ এলাকায় কয়েকজন আইএসএফ জঙ্গি দলে যোগ দিচ্ছে বলে খবর পাওয়ার পর সেনা বাহিনী এবং পুলিস যৌথ অভিযান চালায়। তখনই সেনাদের লক্ষ করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
সেনার পাল্টা গুলিতে পাঁচ জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়। এরপর তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে একজনকে সনাক্ত করা গিয়ছছে। তার নাম ফাইম ভাট। সে আইএসএফ জঙ্গি দলের সদস্য ছিল বলেই জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।