দেশের খবর
বড়সড় নাশকতার ছক বানচাল, কাশ্মিরে উদ্ধার ৫ কেজি আইইডি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল জম্মু কাশ্মীর। বুধবার রাতে উপত্যকায় দু’টি জঙ্গি হামলা হয়। এই হামলায় একজন পুলিশ অফিসার এবং একজন গ্রামবাসী নিহত হয়েছেন। এই ঘটনার পর তদন্তে নেমে জঙ্গিদের বড়সড় নাশকতার ছক বাঞ্চাল করল সেনা বাহিনী। বৃহস্পতিবার ভোর বেলায় পুলওয়ামা থানার পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালিয়ে পাঁচ কেজি আইইডি উদ্ধার করেছে।
বোমা নিস্ক্রিয়কারি বাহিনী ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে। অনুমান করা হচ্ছে বড় কোনও নাশকতার ছক করেই রাখা হয়েছিল এই বিস্ফোরক। এছাড়াও শশ্রীনগর হাইওয়ের ধার থেকেও কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা ওয়ানপোড়ার নেওয়ারা-শ্রীনগর রোডে একটি আইইডি লাগিয়েছিল। পুলিশ এবং সেনাবাহিনি ৫০ আরার এবং ১৮৩ বিআইইএন- এর সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করে। এরপরই গোটা এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।