৪১ এও থেমে নেই মাহি! লন্ডনে কেক কাটলেন ধোনি
Connect with us

খেলা-ধূলা

৪১ এও থেমে নেই মাহি! লন্ডনে কেক কাটলেন ধোনি

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:   একচল্লিশে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতকে তিনটি আইসিসি খেতাব দেওয়া অধিনায়ক মাহি৷ তাঁর নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। বিশ্ব ক্রিকেটের সমস্ত সাফল্যই ধরা দিয়েছে তাঁর হাতে। দেশের অন্যতম সফল অধিনায় মাহি। আইপিএলেও চেন্নাইকে চারবার চ্যাম্পিয়ন করেছেন। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানানোর পর এখনও ধোনির মতো গ্রেট ফিনিশার খুঁজে পায়নি ভারত। সেই অভাবটা আজও থেকে গিয়েছে। অধিনায়ক ধোনিরও যোগ্য উত্তরসূরী খোঁজ এখনও করে চলেছে ভারত।

এই মুহূর্তে লন্ডনে সপরিবারে ছুটি কাটাচ্ছেন ধোনি। গত ৪ তারিখ ছিল মাহি ও সাক্ষীর দ্বাদশ বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছেন মাহি। বুধবার উইম্বলডনের সেন্টার কোর্টেও দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। সাদা শার্ট, ধূসর রঙের ব্লেজার, চোখে কালো রোদচশমা পরে বন্ধুদের সঙ্গে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন রাফায়েল নাদাল ও টেলর ফ্রিৎজের খেলা। সেখান থেকে ফিরেই বুধবার মধ্যরাতে রীতিমত কেক কেটে বার্থডে সেলিব্রেশন করলে মাহি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন স্ত্রী সাক্ষী। ধোনির জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ভারতীয় দলের সদস্য তথা তাঁর যোগ্য উত্তরসূরী ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরে তিনিও ভাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন। তাই গুরুর বার্থডে পার্টিতে যাওয়া মিস করেননি পন্থ।

হতে চেয়ছিলেন ফুটবলার। কিন্তু গোলকিপারের গ্লাভসের বদলে উইকেট কিপারের গ্লাভস পরেই ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাঁচির রাজপুত্রের। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করেছেন তিনি। টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি- ক্রিকেটের তিন ফরম্যাটেই ধোনির বিধ্বংসী ব্যাটিঙের জন্য গ্যালারিতে রব উঠেছে ‘মাহি মার রাহা হ্যায়’। ট্রেডমার্ক হেলিকপ্টার শটে বিশ্বের বাঘা বাঘা বোলারদের একের পর এক বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। বহু নিশ্চিত হারা ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছে মাহির ব্যাট। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে অবিচল থেকেছেন। সেই কারণে তাঁকে ক্যাপ্টেন কুলের তকমা দিতে ভুল করেনি বিশ্ব ক্রিকেট। ক্রিকেট মাঠে যেমনভাবে ব্যাট চালাতে ও মাথা খাটাতে পারতেন তেমনই থামতেও জানেন মাহি। কেরিয়ারের মধ্য গগনে থাকতে থাকতেই আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। যা ভারতীয় ক্রিকেটে বিরল। এরপর ২০২০ সালের ১৫ আগস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে থেকেও পাকাপাকি ভাবে সন্ন্যাস নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারেরও বেশি রানের মালিক। তবে আইপিএলে এখনও খেলছেন। তাঁর নেতৃত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পাশাপাশি টেস্টে বিশ্বের এক নম্বর দলের তকমাও পেয়েছে ভারত। তাঁর অধিনায়কত্ব নিয়ে বারবার তুলনা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই নিয়ে ঝড় উঠেছে চায়ের টেবিল থেকে শুরু করে পাড়ার রকে। সেই তর্ক আজও চলছে। তবে, সব বিতর্কেই নিশ্চুপ থেকে বারবার নিজেকে প্রমাণ করে গিয়েছেন এমএসডি। তাই একচল্লিশতম জন্মদিনে গোটা দেশ থেকে শুরু করে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকেও ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ককে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.