দেশের খবর
লজেন্স খেয়ে যোগী রাজ্যে মৃত ৪ শিশু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঠাকুমার দেওয়া টফি লজেন্স খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই নাতি সহ চার শিশু। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) কুশিনগর জেলার কাসয়া এলাকায়। এদিকে লজেন্স খেয়ে চার শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
শুধু তাই নয়, মর্মান্তিক এই ঘটনায় দ্রুত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও সবসময় মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত করার পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
আরও পড়ুন: করোনা অধ্যায়ের ইতি টানতে চলেছে কেন্দ্র, ৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড বিধিনিষেধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশিনগর জেলার কাসয়ার দিলীপনগর গ্রামের বাসিন্দা মুখিয়া দেবী এদিন সকালে ঘর পরিস্কার করার সময় একটি প্লাস্টিকের মধ্যে থেকে কিছু পুরোনো কয়েন এবং চারটি টফি লজেন্স খুঁজে পান। কিছু না বুঝেই সেগুলি তাঁর বাড়ির উঠোনে খেলা করতে থাকা চার শিশুকে ডেকে খেতে দেন। আর এরপরই ঘটে বিপত্তি। ঠাকুমার দেওয়া লজেন্স খেয়েই অসুস্থ হয়ে পড়ে ওই চার খুদে।
জানা গিয়েছে, এরপর দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে দেখেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, মৃত শিশুরা হল মাঞ্জনা(৫), সুইটি (৩)। এরা সম্পর্কে ভাইবোন। বাকিরা হল সমর (২) এবং অরুণ (৫)। এদিকে লজেন্স খেয়ে একসঙ্গে এতজন শিশুর মৃত্যুর ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে। লজেন্স খেয়ে কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।