বাংলার খবর
অন্য স্কুলের ছাত্রদের ছুড়ির আঘাতে আহত ৪ স্কুল ছাত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুলে পরীক্ষা দিতে এসেছিল স্কুলের ছাত্ররা। স্কুলের নিয়ম মেনে পরীক্ষা শেষ করল ছাত্ররা। কিন্তু তারা জানত না বাইরে তাদের কী অবস্থার সামনে পড়তে হবে। সুতরাং পরীক্ষা শেষ করে যথারীতি বাইরে বেড়িয়ে আসতেই একদল ছাত্র তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবং বেপরোয়া ছুড়ি চালাতে থাকে।
এরপর জীবন বাঁচানোর জন্য স্কুল লাগোয়া পার্কের দিকে পালানোর চেষ্টা করলে আক্রমণকারী ছাত্ররা তাদের তাড়া করে। এবং পার্কের মধ্যে কোপাতে শুরু করে। এরপর প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে আক্রমণকারী ছাত্ররা পালিয়ে যায়। স্কুলের অন্য ছাত্ররা তাড়া করলেও তাদের নাগাল পাওয়া যায়নি। এই ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির ময়ূর দিশা এলাকায়। আক্রমণকারী ছাত্ররা এই স্কুলের ছাত্র নয়। এবং আক্রান্ত ছাত্ররা সবাই সর্বদয় বাল বিদ্যালয়ের ছাত্র। ছুড়ির আঘাতে চারজন ছাত্র আহত হয়েছে।
তাদের জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রমণকারী ছাত্ররা এই স্কুলের ছাত্র নয়। অনেকক্ষণ থেকে স্কুলের বাইরে ঘোরাঘুরি করছিল। পরীক্ষা শেষ হতেই ওই ছাত্ররা বেড়িয়ে আসলে তাদের ওপর আক্রমণ করে। খবর পেয়ে ছুটে আসে পাণ্ডব থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত এবং আক্রমণকারী সকল ছাত্রের বয়স ১৫ থেকে ১৬ বছর। পুরনো কোনও ঝামেলা থেকে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার সিসিটিভি দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।