বাংলার খবর
প্রায় তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার নির্বাচন! ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বের মানুষের কাছে আতঙ্কের আর এক নাম ওমিক্রন এবং করোনা। সারা বিশ্ব জুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনা আক্রান্তের সংখ্যা যখন উর্ধমুখি ঠিক সেই সময় রাজ্যের চার পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি ওঠে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য দায়ের হয় মামলা। সেই মামলার ভিত্তিতে শুক্রবার আগামী ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন ৪-৫ সপ্তাহ পিছিয়ে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়ের ভিত্তিতে পিছিয়ে যাচ্ছে ২২ জানুয়ারির ৪ পরসভার নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রায় তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে শিলিগুড়ি, আসানসোল, চন্দনগর এবং বিধাননগর পুরনিগমের ভোট। সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে ওই চার পুর এলাকায়।
যদিও এনিয়ে এখনও কমিশনের তরফে কিছু ঘোষণা করা হয়নি। শনিবার দুপুরেই ভোট পিছিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি কমিশন জারি করতে চলেছে বলেই জানা গিয়েছে। চলতি মাসের ২২ তারিখ ওই চার পুরনিগমে ভোট হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতিও চলছিল জোর কদমে। অন্যদিকে, প্রস্তুতি সেরে নিয়েছিল সব রাজনৈকিত দলই। শুক্রবার তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়ে দিয়েছিলেন আদালত এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তৃণমূল তা মেনে নেবে।