দেশের খবর
পূণ্যার্থী বোঝাই বাসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জম্মু-কাশ্মীরের কাতরা এলাকায় তীর্থযাত্রী বোঝাই বাসে বিধ্বংসী অগ্নিকান্ড। ঘটনায় মৃত ৪ জন। আহতের সংখ্যা ২০। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, শুক্রবার জম্মু কাতরা যাওয়ায় পথে গন্তব্যের অন্তত দেড় কিলোমিটার যাওয়ার আগে খারমল এলাকায় ওই তীর্থযাত্রী ভরতি বাসে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের এবং আহতের সংখ্যা আপাতত ২০ বলে সূত্রের খবর। এদিকে ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে কাতরা হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে এদিন কাশ্মীরি পন্ডিত হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিহত পন্ডিত রাহুল ভাটের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: অশান্ত উপত্যকা, জঙ্গি হামলায় নিহত কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের চদুরা টাউনের জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারাণ ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাহুল ভাট (Rahul Bhat)। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটে উপত্যকার চদুরা (Chadoora) গ্রামে।
আরও পড়ুন: কাশ্মীরি পন্ডিতের হত্যার প্রতিবাদে উত্তাল ভূস্বর্গ, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ
স্থানীয় তহশিলদারের কার্যালয়ে ঢুকে রাহুলকে নিশানা করে জঙ্গিরা। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তাতে গুরুতর জখম হন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।