মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, মৃত ৪, নিহত ২
Connect with us

আন্তর্জাতিক

মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, মৃত ৪, নিহত ২

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজদের হামলা। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহত ২ জন। রবিবার বিকেলে মার্কিন মুলুকের একটি ফুড কোর্টে হামলা চালায় বন্দুকবাজ। ইন্ডিয়ানা মলের ওই ফুড কোর্টে আচমকাই বন্দুকবাজের হামলায় ৪ জনের মৃত্যু হয়। গ্রিনহুড পুলিশের তরফে জানানো হয়, ইন্ডিয়ানা মলে বন্দুকবাজের হামলার খবর পেতেই গোটা চত্বর ঘিরে ফেলা হয়। তবে নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই ৪ জনের মৃত্যুর খবর মেলে।

সূত্রের খবর, ইন্ডিয়ানার গ্রিনউড শপিং মলে আচমকাই হামলা চালায় এক ব্যক্তি। বন্দুক নিয়ে ঢুকে পড়ে শপিং মলের ভিতরে। তারপর দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালাতে থাকে। এদিকে বন্দুকবাজদের বিরুদ্ধে লড়তে পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষে নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয় সেই দুষ্কৃতী। জানা গিয়েছে, বন্দুকধারী একাই ছিল এবং তার কাছে একটি রাইফেল ও গুলিভর্তি বেশ কয়েকটি ম্যাগাজিন ছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে, কর্মস্থলে ও জনসমাগম স্থলে একের পর এক গোলাগুলির ঘটনা নিয়মিতভাবে সংবাদপত্রের শিরোনাম হচ্ছে। এ নিয়ে দেখা দেওয়া ব্যাপক উদ্বেগের মধ্যেই গোলাগুলির এই ঘটনাটি ঘটল। ইন্ডিয়ানাপলিস পুলিশ বিভাগের উপ-প্রধান ক্রিস বেইলি বলেন, ‘‘আমাদের দেশে এই এক ধরনের ঘটনায় আমরা মর্মাহত ৷’’ তবে, গ্রিনউড শপিং মল এবং তার আশপাশের এলাকায় কোনও বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন, শহরের মেয়র মার্ক মেয়ার্স ৷

Advertisement