পাক সেনার গোপন তথ্য ফাঁস, ভারতে হামলার ছক!
Connect with us

দেশের খবর

পাক সেনার গোপন তথ্য ফাঁস, ভারতে হামলার ছক!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া না করলে দিন ভালো কাটে না পাকিস্তানের। প্রায় প্রতিদিনই উপত্যকায় ঘটছে হিংসা, মারামারি। অব্যাহত হামলার ঘটনাও।

এরই ভারতীয় সেনার তরফে প্রকাশিত হয়েছে পাক জঙ্গিদের ৩৩ পাতার গোপন তথ্য। যার মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে কাশ্মীরে হামলার ছক! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় সেনার হাতে।

সূত্রের খবর, সেনার হাতে আসা গোপন ডসিয়ার থেকে জানা গিয়েছে, কী ভাবে পাকিস্তানি সংস্থা, তার সেনাবাহিনী সহ, সীমান্তের ওপারে অনুপ্রবেশের দরপত্র চালায়। পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের কীভাবে হত্যা করা হচ্ছে তাও নির্দেশ দেওয়া রয়েছে।

Advertisement

আরও পড়ুন: Breaking News: কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়লেন মোক্তার আব্বাস নকভি, উপরাষ্ট্রপতি হওয়া নিয়ে জল্পনা!

ফাইলটিতে পাক-সমর্থিত সন্ত্রাসবাদীদের দ্বারা জম্মু ও কাশ্মীরে পুলিশ, শিক্ষক এবং অভিবাসী শ্রমিকদের হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। যারা ইসলামাবাদে বাহিনীর সরাসরি প্রক্সি হিসেবে কাজ করে এবং পাকিস্তান কীভাবে রাজনৈতিক কর্মীদের হত্যা করে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের যুবকদের মগজ ধোলাই করে তা প্রকাশ করেছে। সন্ত্রাসী দলে যোগ দিন বলেও লেখা রয়েছে ডসিয়ার আকারের ওই ম্যাগাজিনে।

বিস্তৃত ফাইলের প্রথম বিভাগ, “Terorist Incidents Along The LoC And In The Hinterland” শিরোনামে, 2020-2021 এর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসীদের দ্বারা ভারতে প্রবেশের ১৬টি প্রচেষ্টার তালিকা এবং বিশদ বিবরণ রয়েছে।

Advertisement

বিস্তৃত প্রতিবেদনে আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন সেক্টর জুড়ে সন্ত্রাসীরা প্রতিবার নেওয়া পথ, নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা অস্ত্র ও নথিপত্রও দেখিয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীর সংখ্যাও তালিকাভুক্ত করে রাখা হয়েছে ওই ডসিয়ারে।

আরও পড়ুন: অসুস্থ লালুপ্রসাদ যাদবকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী-নীতিশ-রাহুল

এদিকে ভারতীয় সেনার হাতে পাকিস্তানের ষড়যন্ত্রের এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই সীমান্তে নিরাপত্তা আরও জোর দার করা হয়েছে। সম্প্রতি যেভাবে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের মেরে ফেলার ঘটনা ঘটেছে তা নিয়ে শঙ্কিত ভারতীয় সেনা। যার জন্য উপত্যকা এবং দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.