বাংলার খবর
হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত ৩৩ লক্ষ টাকার সোনার গহনা! গ্রেফতার এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত হল প্রায় তেত্রিশ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা! গ্রেফতার করা হয়েছে এক জনকে। গত কয়েকদিন ধরেই অপরাধ দমনে হাওড়া স্টেশনে জোর নজরদারি ও তল্লাশি চালাচ্ছেন পূর্ব রেলের আরপিএফ আধিকারিকরা। বেআইনিভাবে কোনও কিছু পাচার করা হচ্ছে কিনা তাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল।
গতকাল হাওড়া স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই তল্লাশি করতে গিয়ে তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় প্রচুর সোনার গহনা। যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি।জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর দিতে না পারায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবং তুলে দেওয়া হয় জিআরপি-এর হাতে। বাজেয়াপ্ত করা হয়েছে সোনার গহনা। যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা। জানা গিয়েছে পাটনার বাসিন্দা ওই ব্যক্তির নাম সন্তোষ কুমার।