দেশের খবর
বৈদ্যুতিক তার ছিঁড়ে নিহত ৩ জওয়ান, আহত ১২!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশ এবং দেশের মানুষ সুরক্ষিত, তার একটাই কারণ, আমাদের দেশের সেনাবাহিনী। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করে চলেছে। যাদের পদে পদে তাড়া করে মৃত্যুর আশঙ্কা। দেশের সেনাবাহিনীর ওপরে যে কোনও মুহূর্তে আসতে পারে আক্রমণ। আর এই আক্রমণে বহু সেনার নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এবার বিহারে ৩ সেনার মৃত্যুর খবর পাওয়া গেল এবং আহত হয়েছেন ১২ জন জওয়ান। জানা গিয়েছে, বৈদ্যুতিক শক খেয়ে ওই জওয়ানরা নিহত হয়েছেন। বিহারের সুপউলের এসএসবি ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে। বিরপুরের এসএসবি ক্যাম্পে ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ওপর ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে।
ঘটনাস্থলেই ৩ জওয়ানের মৃত্যু হয়। এছাড়া ১২ জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে এসএসবি-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।