বাংলার খবর
হলদিয়া তৈল শোধনাগারে ভয়াবহ আগুনে মৃত ৩, আহত ৪৫ জনকে আনা হচ্ছে কলকাতায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মঙ্গলবার হলদিয়া তৈল শোধনাগারে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটল। আগুনে ঝলসে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যের শ্রমিক বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরে তাঁদের গ্রিন করিডোর করে অ্যাম্বুলেন্সে হলদিয়া থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দু’টো বেজে ৫০ মিনিটে এমএসকিউ টাওয়ারে শাটডাউন সংক্রান্ত কাজ চলার সময় দুর্ঘটনা ঘটেছে। মকড্রিল চলার সময় রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় ঘটনাস্থলে কাজ করা শ্রমিকরা জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ওই টাওয়ারে শাটডাউনের কাজ চলছিল। কাজ করছিল মুম্বইয়ের একটি সংস্থা। ঘটনার সময় ওয়েল্ডিংয়ের আগুন ছিটকে গিয়েই ন্যাপথা ইউনিটের এক টাওয়ারে আগুন লেগে যায়।
সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুল লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে। তখনই ওই তিন শ্রমিক আগুনে ঝলসে যায়। ঘটনা স্থলেই তাঁদের মৃত্যু হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, হলদিয়ার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দমকলে দু’টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে তার আগেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। যাঁদের আশঙ্কাজনক অবস্থা, তাঁদের শরীরের কত শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে, তার উপর ভিত্তি করেই কলকাতার বাইপাস সংলগ্ন একাধিক বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করা হচ্ছে বলে জানা গিয়েছে।