বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল, অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ লাখ
Connect with us

দেশের খবর

বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল, অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২ লাখ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম নেই। ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে উত্তর-পূর্বের রাজ্য অসমের বন্যা। গত ২৪ ঘণ্টায় অসমে বন্যার কারণে প্রাণ হারিয়েছেন ৩ শিশু মোট ৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত অসমের বন্যায় মৃত্যু হয়েছে ৭১ জনের।

অসম প্রশাসন সূত্রে খবর, বন্যায় অসমের ৩৩টি জেলার মোট ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রবিবারেও অসমের কাছাড় জেলার ৬ জন বন্যার কারণে এবং আরও ৩ জন ভূমিধ্বসের কবলে পড়ে মারা গিয়েছেন। যা নিয়ে বন্যার কারণে এখনও পর্যন্ত অসমে মোট মৃতের সংখ্যা ছুঁয়েছে ৭১।

জানা গিয়েছে, ডিব্রুগড়, কাছাড়, হোজাই ও তামুলপুর, উদলগুড়ি জেলা থেকে বহু মানুষ বন্যার ফলে নিখোঁজ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তাঁদের কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, অসমের ৫ হাজার ১৩৭টি জেলা পুরোপুরি ভাবে বন্যার জলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বন্যার কারণে সবথেকে ক্ষতিগ্রস্ত অসমের Barpeta জেলা। সেখানের প্রায় ১২ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া। আশ্রয় নিয়েছেন সরকারি বিভিন্ন ত্রাণশিবিরে। দরং জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার বাসিন্দা। নওগাঁও জেলার ৩ লাখ ৬৪ হাজার মানুষ বন্যার কারণে ভিটেমাটি ছাড়া। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, বন্যার জলে তাঁদের সব ভেসে গিয়েছে। ঈশ্বরের উপর ভরসা করা ছাড়া আর কোনও উপায় নেই।

Advertisement

আরও পড়ুন: ‘ভালো কাজেও লেগে যাচ্ছে রাজনীতির রঙ’! অগ্নিপথ নিয়ে আক্ষেপ প্রধানমন্ত্রীর

অসমের বন্যার কারণে যে ৩৩’টি জেলা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি হল, বাজালি, বকসা, বরপেটা, বিশ্বনাথ, বনগাঁইগাঁওন, কাছাড়, চিরং, দরং, ডিব্রুগড়, ডিমা-হাসাও, শণিতপুর, লখিমপুর, মাজুলি, গুয়াহাটি সহ আরও অনেক জেলা রয়েছে এই বন্যা ক্ষতিগ্রস্তের তালিকায়।

আরও পড়ুন: মাঝ আকাশে SpiceJet-এর বিমানে আগুন! বরাতজোরে বাঁচলেন যাত্রীরা

Advertisement

জানা গিয়েছে, এই মুহুর্তে অসমের পাঁচটি নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। জারি রয়েছে বিশেষ সতর্কতা। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের উদ্ধারে তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু। ডিস্ট্রিক ডেভেলপমেন্ট কমিশনার উদয়াদিত্য গগৈ জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের জলে ৫.১৭৪ হেক্টর এলাকা পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। সেখানকার প্রায় ২ লাখ ৪১ হাজার মানুষ এই নদের জলে ক্ষতিগ্রস্ত। তাঁদের উদ্ধার করে রাখার জন্য আপাতত ৩০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। পড়ে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.