বাংলার খবর
নদিয়ার এক স্কুলের ২৯ পড়ুয়া করোনা আক্রান্ত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় ২০ মাস স্কুল বন্ধ ছিল করোনা অতিমারীর ভয়াবহতার জন্য। এরপর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু স্কুল খোলার পর থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্কুলের কর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতে থাকে।
ফলে শিক্ষক থেকে অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। এবার নদিয়ার কল্যাণী জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে স্কুলের আশেপাশের এলাকার মানুষদের পাশাপাশি স্কুলের পড়ুয়া, অভিভাবক এব শিক্ষকরা। গত কয়েকদিন আগে ওই স্কুলের দুই পড়ুয়ার জ্বর, সর্দি, কাশির পাশাপাশি সামান্য উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাদের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে কোভিড পরীক্ষা করা হয়। এবং তাদের রিপোর্ট পজেটিভ আসে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশে স্কুলেই আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়। মোট ৩২৪ জন পড়ুয়ার মধ্যে প্রথমে ২১৫ জন পড়ুয়ার পরীক্ষা করা হয়। বুধবার সেই রিপোর্ট আসার পর দেখা যায় তার মধ্যে ২৭ জন পড়ুয়া করোনা আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে তিন জনের হালকা সর্দি-কাশি রয়েছে। বাকিরা সবাই উপসর্গহীন বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় বাকি পড়ুয়াদেরও করোনা টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে আক্রান্ত সংখ্যা আর বাড়বে কিনা। একসঙ্গে এত জন পড়ুয়ার করোনার রিপোর্ট পজেটিভ আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য দফতরের বিধিনিষেধ মেনে এবং মাস্ক, স্যানিইটাইজার ব্যবহার সত্বেও কিভাবে এত পড়ুয়া কারোনা আক্রান্ত হল, তা যথেষ্ট চিন্তার বিষয় বলেই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তবে প্রধান শিক্ষিকা মৌসুমী নাগ জানিয়েছেন, স্কুল খোলা থাকবে। জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরে রিপোর্ট পাঠানো হয়েছে। সেখান থেকে যা নির্দেশ আসবে, সেই মতোই স্কুল চলবে বলে জানিয়েছেন তিনি।