দেশের খবর
নাইজেরিয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু ২৯ জনের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বের মানুষের কাছে আতঙ্কের আর এক নাম ওমিক্রন এবং করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্কুল কলেজে পড়াশোনা অনেক দিন ধরেই বন্ধ। সংক্রমণ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। কোনও কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না।
এক আতঙ্কের মধ্যে আরও এক ভয়াবহ ছবি ধরা পড়ল নাইজেরিয়ায়। সেখানে গির্জায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৯ জনের। বৃহস্পতিবার একথা জানান উপ-তথ্যমন্ত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় একটি গির্জায় প্রার্থনা চলছিল। সেইসময় সশস্ত্র ডাকাতদল সেখানে পৌঁছায়। এর ফলে গির্জায় হুড়োহুড়ি পড়ে যায়। সেইসময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।