দেশের খবর
অসম থেকে বাংলায় পাচারের আগে ২৭ লক্ষ টাকার মদ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অসম থেকে বাংলায় প্রবেশের মুখে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল বসিরহাট থানার পুলিশ। গ্রেফতার হয়েছে দু’জন। বৃহস্পতিবার অসম-বাংলা সীমানা সংলগ্ন বসিরহাটের বালাকুঠি জাতীয় সড়কে নাকা চেকিং চালায় পুলিশ। সেই সময় একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়।
ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় ১ হাজার ৩৯৮ কার্টুন মদ। তাতে ১৬ হাজার ৭৭৬ বোতল মদ ছিল। ট্রাকের চালক ও খালাসির কাছে মদের কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। অবৈধ পাচারে জড়িত সন্দেহে ট্রাকের চালক প্রমোদ কুমার এবং খালাসি অভদেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে তৈরি ওই মদ গুয়াহাটি থেকে ট্রাকে করে আনা হয়েছিল। এবং তা শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই মদ বাজেয়াপ্ত করল পুলিশ।