চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্সের আতঙ্ক, বিশ্বের ২০'টি দেশে মিলল সংক্রমণের হদিশ
Connect with us

আন্তর্জাতিক

চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্সের আতঙ্ক, বিশ্বের ২০’টি দেশে মিলল সংক্রমণের হদিশ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একটা মহামারী শেষ হতে না হতেই জনমানষে ফের আতঙ্ক ছড়াচ্ছে ‘মাঙ্কিপক্স’। ভাইরাস ঘটিত এই রোগের প্রাদুর্ভাব ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্বজুড়ে।

জানা গিয়েছে, বিশ্বের অন্তত ২০’টি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণের হদিশ মিলেছে। এই বিষয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পৃথিবীর অন্তত ২০টি দেশে এই ভাইরাসের হদিশ মিলেছে। এই দেশগুলির মধ্যে অন্তত ২০০ জনের শরীরে এই সংক্রমণের উপসর্গ মিলেছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ১০০ টিরও বেশি কেস রিপোর্ট করা হয়েছে।

হালকাভাবে এই রোগটিকে না নেওয়ার জন্য হুঁশিয়ারিও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মাঙ্কিপক্সের ঘটনা বাড়তে পারে। এই পরিস্থিতিতে আগে যে দেশগুলিতে সংক্রমণ ঘটেনি সেখানে এই রোগের উপর নজরদারি বাড়ানো হচ্ছে আর সেটা প্রয়োজন ও। তবে এখনও পর্যন্ত প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন: অতিমারি অতীত! ২ বছর পর পর্যটকদের জন্য খুলছে জাপানের দরজা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্স হল অনেকটা স্মল চিকেন পক্সের মতই। ছোঁয়াচে এই রোগ বাদুর এবং ইঁদুরের মধ্যে দেখা দিলেও অবাঞ্ছিত যৌন মিলনের ফলেও এই রোগের সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।মাঙ্কিপক্স পক্সভিরিডি পরিবারের অর্থোপক্সভাইরাস জিনের অন্তর্গত। মাঙ্কিপক্স একটি সাধারণ রোগ, যা মধ্য ও পশ্চিম আফ্রিকার বন্য প্রাণীদের মধ্যে সংক্রমিত হয় আর সেই সংক্রামিত প্রাণীর সংস্পর্শে এলে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

১৯৫৮ সালে এই রোগটির নামকরণ করা হয়েছিল মাঙ্কিপক্স। মানুষের মধ্যেও এই রোগ ঘটতে পারে এবং এটি একটি সংক্রমক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে এটি শারীরিক তরল, ত্বকে ক্ষত বা মুখ বা গলায় শ্লেষ্মাযুক্ত পৃষ্ঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের ঘটনা বাড়ার দরুন,বেশ কিছু দেশ এর জন্য কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে ,ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা দেশে পশ্চিম আফ্রিকান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে একটি স্পাইক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, বাড়ির ছোট্টো সদস্যকে সুস্থ রাখার উপায় জানাল WHO

ইউনাইটেড কিংডম হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা লোকেদের বা সংক্রামিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের ২১ দিনের জন্য আলাদা থাকার পরামর্শ দিয়েছে।বেলজিয়ামও মাঙ্কিপক্স রোগীদের জন্য বাধ্যতামূলক ২১ দিনের কোয়ারেন্টাইন চালু করেছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.