আন্তর্জাতিক
শোরুমের তিনতলা থেকে সটান রাস্তায় এসে পড়ল গাড়ি! নিহত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। ঘটনাটি ঘটেছে চিনের সাংহাই প্রদেশে। একটি অফিসের তিন তলা থেকে একটি বৈদ্যুতিক গাড়ি সমেত নীচের রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই দু’জনের।
জানা গিয়েছে, নিহত ব্যক্তিরা ওই গাড়ির ভিতরেই ছিলেন। আরও জানা গিয়েছে, ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। অটোমোবাইল অফিসের সদর দফতরে এই দুর্ঘটনায় কোম্পানির ১ কর্মচারী সহ আরও ১ ব্যক্তি মারা যান।
এদিকে কীভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, গাড়িটি রাস্তার পাশে পড়ে আছে। যার ছাদটি ভেঙে পড়েছে। যার চারপাশে ভাঙা কাঁচ এবং জরুরি কর্মীদের দেখা গিয়েছে। এছাড়াও ওই কোম্পানিটি চিনের টুইটার-সদৃশ পরিষেবা ওয়েইবো-তে একটি বিবৃতি দিয়ে বলেছে, “আমাদের কোম্পানি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ শুরু করতে জন নিরাপত্তা বিভাগের সঙ্গে সহযোগিতা করেছে”।
আরও পড়ুন: ডাকাতি করতে এসে গৃহকর্ত্রীকে বৌদি বলে সম্মোধন ডাকাতদের!
অন্য দিকে, সমস্ত দিক খতিয়ে দেখে ওই সংস্থার তরফে বলা হয়েছে এটা একটি নিছক দুর্ঘটনা মাত্র। এর সঙ্গে কোনও ষড়যন্ত্রের যোগ নেই।