দেশের খবর
২ কোটি টাকা মুল্যের ব্রাউন সুগার উদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাদক সেবনে একদিকে যেমন যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে, ঠিক তেমনই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য তৎপর প্রশাসন। এর জন্য কঠোর হয়েছে প্রশাসন। মাদক যেন কোনও রকমে যুব সমাজের হাতে না পৌঁছে যায় সেই কারণে মাদক পাচার চক্রের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাতে শুরু করে প্রশাসন।
ঠিক এই রকম এক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খড়িমারি থানার পুলিশ। প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত দুই জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন রুলেখা খাতুন এবং কল্যাণ রায়।
রুলেখার বাড়ি মালদায় এবং কল্যাণের বাড়ি দার্জিলিঙের শিমুলতলা এলাকায়। ধৃতদের কাছ থেকে ২ কেজি ব্রাউন সুগার এবং দু’টি মোবাইল উদ্ধার হয়েছে। মালদা থেকে ব্রাউন সুগার বিক্রির পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত আছে, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।