দেশের খবর
কলকাতা থেকে কাজের খোঁজে মুম্বই গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আত্মীয়ের সঙ্গে কাজের খোঁজে মুম্বইতে পাড়ি। সেখানে গিয়ে আত্মীয়ের বন্ধুদের কাছে ধর্ষণের শিকার বিবাহিতা এক যুবতী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের কুর্লা এলাকায়। জানা গিয়েছে, নির্যাতিতা বছর ১৯ এর ওই যুবতী বেশ কিছুদিন আগে এক আত্মীয়ের সঙ্গে কাজের জন্য মুম্বইতে যান। সেখানে গিয়ে ওই আত্মীয়েরই ৪ বন্ধুর কাছে গণধর্ষিতা হন তিনি। অভিযোগ, আত্মীয়ের মদতে ওই চার যুবক তাঁকে নির্যাতন করেছে বলে পুলিশের কাছে জানিয়েছেন ওই যুবতী।
Maharashtra| 4 people arrested in connection with gang rape of a 19y/o woman in Kurla,Mumbai. As per info,the survivor,a Kolkata resident,came to Mumbai with her relative in March in search of jobs;her relative allegedly left her with accused in exchange for money: Nehru Nagar PS
— ANI (@ANI) June 15, 2022
আরও পড়ুন: মেয়ে কাঁদছিল, তাই ৯ মাসের সন্তানকে গলা টিপে খুন করলেন মা!
এদিকে ওই নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে যুক্ত ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। নির্যাতিতা কলকাতার বাসিন্দা ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করে জানিয়েছেন, তাঁরই এক কলকাতার আত্মীয়ের সঙ্গে কাজের সন্ধানে মুম্বইতে যান ওই তিনি। সেখানে গিয়ে আত্মীয়ের বন্ধুদের লালসার শিকার হন তিনি। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।