প্রতিদিন রাতে ১০ কিলোমিটার দৌড়ান তিনি, যুবকের কীর্তি অবাক করবে আপনাকেও
Connect with us

ভাইরাল খবর

প্রতিদিন রাতে ১০ কিলোমিটার দৌড়ান তিনি, যুবকের কীর্তি অবাক করবে আপনাকেও

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইচ্ছা থাকলে যেমন উপায় হয়, তেমনই মনের অদম্য জেদ আর চেষ্টার কাছে হেরে যায় নানারকম প্রতিবন্ধকতা। তবে সেই প্রতিবন্ধকতা যে সবসময় শারীরিক হবে এমনটা নয়। বর্তমানে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা পরিবারের চাপে নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে অল্প বয়স থেকেই সংসারের হাল নিজেদের ঘাড়ে তুলে নেন।

এক্ষেত্রে গল্পটা অনেকটা সেরকমই। শুধু তাই নয়, পুরো গল্পটি পড়লে জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও আপনাকে ফের উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করবে এই প্রতিবেদন। শুধু তাই নয়, মাত্র ২০ সেকেন্ডের নয়ডার এক যুবকের ভাইরাল ভিডিয়ো মন জিতে নিয়েছে অসংখ্য নেটনাগরিকদের। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই ভিডিয়োটি মুহুর্তের মধ্যে প্রায় এক মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। সেই সঙ্গে বইতে থাকে লাইক আর কমেন্টের বন্যা।

আরও পড়ুন: International Day of Happiness: সুখী দেশের সূচকে পিছিয়ে ভারত, জেনে নিন বিশ্বের সেরা পাঁচটি সুখী দেশের নাম

Advertisement

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বছর ১৯ এর যুবক প্রদীপ প্রতিদিন রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় হেঁটে নয় প্রায় ১০ কিলোমিটার রাস্তা তিনি দৌড়েই যান। এতদূর পড়ে আপনার মনে হতে পারে ওই যুবক পাগল নাকি? দৌড়ে বাড়ি যাওয়ার কি আছে! এরজন্য কোনও গণপরিবহণের মাধ্যম তো ব্যবহার করতে পারে। আজ্ঞে তা পারে। তবে ওই যুবক চান না কোনও গাড়ি করে বাড়ি পৌঁছাতে।

আরও পড়ুন: ওঁরা বোঝে না শরণার্থী কথার মানে! সীমান্তে দুই খুদের সঙ্গে খেলায় মত্ত স্লোভাক পুলিশ

কারণ, ম্যাকডোনাল্ডসে কর্মরত ওই যুবক কাজের ফাঁকে স্বপ্ন দেখেন ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার। আর সেই জন্যই প্রতিদিন কাজের পর দশ কিমি রাস্তা দৌড়েই পার করে দেন তিনি। ভাইরাল ওই ভিডিয়ো ফুটেজ থেকে আরও জানা গিয়েছে, সারাদিন কাজের ব্যস্ততার জন্য সেভাবে দৌড়ানো হয় না। তাইতো দৌড়ানোর জন্য সঠিক সময় হিসেবে ওই যুবক কাজ থেকে রাতে বাড়ি ফেরার সময়কেই বেছে নিয়েছেন। শুধু তাই নয়, ওই সময় যুবককে কেউ লিফট দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে দেন ওই যুবক।

Advertisement