ওজন ১৮০ কেজি, মহম্মদ রফিকের খাদ্য তালিকা দেখে চমকে উঠবেন আপনিও
Connect with us

ভাইরাল খবর

ওজন ১৮০ কেজি, মহম্মদ রফিকের খাদ্য তালিকা দেখে চমকে উঠবেন আপনিও

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিটি মানুষের শরীরের গঠন অনুযায়ী তার খাদ্যাভ্যাস আলাদা। কেউ স্বাস্থ্যকর খাবার তো কেউ আবার জাঙ্ক ফুড খাওয়ার বেশি পছন্দ করেন। কিছু মানুষ বেশি খেতে পছন্দ করেন তো কেউ আবার দিনে দুবার খেতে পছন্দ করেন। এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসকে ইটিং ডিজঅর্ডার বলা হয়। অনেক ক্ষেত্রে ইটিং ডিজঅর্ডারের কারণে মানুষের ওজন এতটাই বেড়ে যায় যে তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে পড়ে।

সম্প্রতি এমনই এক ব্যক্তির ঘটনা সামনে এসেছে যিনি এক ধরনের ইটিং ডিজঅর্ডারের শিকার। খাবারে আসক্তির কারণে তার ওজন ১৮০ কেজি হয়ে গেছে। ১৮০ কেজি ওজনের এই ব্যক্তির নাম মহম্মদ রফিক আদনান, যিনি বিহারের বাসিন্দা। যার বয়স মাত্র ৩০ বছর। রফিক বলেন, ‘আমার বাবা গুদামে কাজ করতেন আর মা থাকতেন বাড়িতে। আমরা ১০ ভাইবোন, যার মধ্যে ৬ বোন এবং ৪ ভাই। আমি সবচেয়ে ছোট। আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছি। আমার মনে আছে যখন আমার বয়স ১৫ বছর, তখনও আমার ওজন ৮০ কেজি ছিল। কিন্তু তখন এত ওজন না থাকায় খেলতাম। তারপর ধীরে ধীরে আমার খিদে বাড়তে থাকে এবং আমার ওজনও বাড়তে থাকে।’

তিনি আরও বলে, ‘আজ আমার ওজন ১৮০ কেজি এবং আমি ২০ থেকে ৩০ পাও হাঁটতে পারি না। যত তাড়াতাড়ি আমি হাঁটার চেষ্টা করি, আমি তত ক্লান্ত হয়ে পরি। ক্লান্তির কারণে যদি কখনও কোথাও যেতে হয়, আমি বাইক বা গাড়ি ব্যবহার করি। সারাদিন বাইরের বিছানায় শুয়ে থাকি। আমার খাবারে থাকে ১ বস্তা চাল মাসে ৭ দিন চলে (৫০ কেজি), ২ থেকে ৩ কেজি ভাত খাই, সাথে ২ লিটার দুধ, ১ থেকে ২ কেজি মটন বা চিকেন। রাতে থাকে ৩ থেকে ৪ কেজি আটার রুটি’। মূলত, একদিনে প্রায় ৬ জনের পরিবারের খাবার খায় রফিক।

Advertisement

উল্লেখ্য, রফিকের এই খাদ্যাভ্যাস নিয়ে মুম্বইয়ের ফোর্টিস কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর ফ্যাবিয়ান আলমেদার জানিয়েছেন, মূলত ইটিং ডিসওর্ডার থাকার কারণে এই রকম রোগের মুখোমুখি হতে হয়। যেখানে একজন মানুষ কখনো প্রয়োজনের চেয়ে বেশি খান। দুই ধরনের ইটিং ডিজঅর্ডার রয়েছে, যেগুলোর ঘটনা সামনে আসছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.